ফেন্টানাইল এবং অন্যান্য সমস্যার অজুহাতে চীনা পণ্যের ওপর ওয়াশিংটনের ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং এর দৃঢ় বিরোধিতা জানিয়েছে চীনের শিল্প ও বাণিজ্য মহল।
চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের একজন মুখপাত্র ২ ফেব্রুয়ারি একথা বলেন।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন, যার ফলে বিপুল সংখ্যক আমেরিকান কোম্পানি এবং ভোক্তাদের এর জন্য অর্থ প্রদান করতে হবে, যা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে, বিশ্বব্যাপী শিল্প চেইন এবং সরবরাহ চেইনের স্থিতিশীলতা বিঘ্নিত হবে। বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক যুদ্ধে কেউই বিজয়ী হবে না। যুক্তরাষ্ট্রের ভুল আচরণ তাদের নিজস্ব সমস্যা সমাধানের জন্য প্রতিকুল এবং চীন-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নের জন্যও প্রতিকুল।
মুখপাত্র আরো বলেন, ‘আমরা দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রকে তাদের ভুল আচরণ অবিলম্বে সংশোধন করা, চীনের সাথে তাল মিলিয়ে কাজ করা, অন্যান্য দেশের সাথে সহযোগিতা জোরদার করা, দুই দেশ এমনকি বিশ্বব্যাপী শিল্প ও বাণিজ্য মহলের জন্য একটি ভাল আন্তর্জাতিক পরিবেশ তৈরি করা এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নে আরও স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি যোগানোর আহ্বান জানান এই মুখপাত্র।
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ।