ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় সয়তানের নিঃস্বাস মুখে দিয়ে দেড় লাখ টাকা নিয়ে ২ প্রতারক উদাও Logo ৩ দফা দাবিতে বালিয়াডাঙ্গীতে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ Logo খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার রক্ষা করতে হবে – কৃষিবিদ শামীমুর রহমান Logo জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটের দাবি ইসলামী আন্দোলনের Logo রাঙামাটিতে ভূমি কমিশন বৈঠক স্থগিতের দাবী পিসিসিপি’র Logo শাহরাস্তিতে যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান সোহাগ আটক Logo কুমিল্লা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন Logo কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo মুরাদনগরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

১৩ বার পদোন্নতি বঞ্চিত ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ

স্টাফ রিপোর্টের

১৩ বার পদোন্নতি বঞ্চিত ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

তাকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী নিয়ামত উল্লাহ ভূঁইয়া এ নিয়োগ পেয়েছেন।

সরকারি চাকুরী ২০১৮ ধারা ৪৯ অনুযায়ী ডঃ নেয়ামত উল্লাহ ভূঁইয়া কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারী করা হয়।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কুমিল্লা বোর্ডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগের মেধা তালিকায় যথাক্রমে ১৫ ও ১৭ স্থান অধিকার করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তরসহ ইংরেজি সাহিত্য ও ব্রিটিশ হিস্টরির উপর গবেষণায় পিএইচ. ডি ডিগ্রী লাভ করেন।

অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করে নেয়ামত উল্যা ভূঁইয়া পরবর্তীতে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ১৯৮৪ ব্যাচ (৫ম ব্যাচ)-এ যোগদান করেন। তিনি মৌলভীবাজার জেলায় টিএনও এবং মাগুরা ও মাদারীপুর জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। মাগুরা জেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় এনে UNICEF এর প্রশংসা পান এবং জাতীয় সম্মাননা পান। পররাষ্ট্র মন্ত্রণালয়্ ০৭ বছর চাকরিকালে তিনি বাংলাদেশ দূতাবাস, আম্মাান- প্রথম সচিব, কার্যালয় প্রধান এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় কনসাল, হ্যাড অব চ্যানচারি ও ভারপ্রাপ্ত কনসাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। রাজউকের সচিব, পরিবেশ অধিদফতরের ঢাকা বিভাগের ডিরেক্টর, মেহেরপুর জেলা পরিষদের সিইও এবং বিআরটিসির পরিচালকের পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯১৫ সাল থেকে তিনি World Bank funded project-এ এবং বাংলাদেশস্থ বিশ্ব্যাংক কার্যালয়ে SICIAL SAFETY NET টিমে পরামর্শক হিসাবে কর্মরত ছিলেন।

ড. নেয়ামত ভূঁইয়ার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৪ টি। এ ছাড়া ‘সিগ্‌নিফাইং সাফারিং এন্ড দি সাবলাইম ইন ইংলিশ রোমান্টিক পয়েট্রি- ইসপেশ্যালি ইন দি পয়েট্রি অব জন কীটস’ শিরোনামে তার অপর একটি গবেষণাপত্র রয়েছে। বিভিন্ন দৈনিক ও সাময়িকী ও অনলাইন পোর্টালে তার দু’ শতাধিক নিবন্ধ, কবিতা, ও গল্প প্রকাশিত হয়েছে।

নেয়ামত উল্যা ভূঁইয়া বিসিএস ‘৮৪ ফোরামের সভাপতি। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ লিমেরিক সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঊষসী সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠি, অফিসার্স ক্লাব ঢাকা,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদস্য। তাছাড়া তিনি প্রায় দু’ শতাধিক গানের বাণির রচয়িতা। বাংলাদেশ বেতার ও বিটিভি’র নিবন্ধিত গীতিকার তিনি।
তিনি বরুড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ, শেখ বোরহানুদ্দিন কলেজ, অতিশ দীপংকর ইউনিভার্সিটি এবং ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন।

২০১৭ সালে নেয়ামত উল্যা ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে উপ-সচিব হিসাবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সরকারি চাকরি জীবন শেষে তিনি বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিসে প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

তিনি ১৯৫৮ সালে কুমিল্লা জেলার বরুড়া থানার জোড়পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার দুই সন্তান কৌশিক মাহমুদ কিংশুক এবং আশিক মাহমুদ হৃৎশুক পেশায় প্রকৌশলী। ড. ভূঁইয়া’র স্ত্রী রাশিদা ভূঁইয়া একজন নিবেদিত সমাজকর্মী যিনি INNER WHEEK CLUB OF DHAKA WEST -এর প্রেসিডেন্ট হিসাবে OLIVER GOLDING AWARD প্রাপ্ত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় সয়তানের নিঃস্বাস মুখে দিয়ে দেড় লাখ টাকা নিয়ে ২ প্রতারক উদাও

SBN

SBN

১৩ বার পদোন্নতি বঞ্চিত ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ

আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

স্টাফ রিপোর্টের

১৩ বার পদোন্নতি বঞ্চিত ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

তাকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী নিয়ামত উল্লাহ ভূঁইয়া এ নিয়োগ পেয়েছেন।

সরকারি চাকুরী ২০১৮ ধারা ৪৯ অনুযায়ী ডঃ নেয়ামত উল্লাহ ভূঁইয়া কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারী করা হয়।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কুমিল্লা বোর্ডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগের মেধা তালিকায় যথাক্রমে ১৫ ও ১৭ স্থান অধিকার করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তরসহ ইংরেজি সাহিত্য ও ব্রিটিশ হিস্টরির উপর গবেষণায় পিএইচ. ডি ডিগ্রী লাভ করেন।

অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করে নেয়ামত উল্যা ভূঁইয়া পরবর্তীতে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ১৯৮৪ ব্যাচ (৫ম ব্যাচ)-এ যোগদান করেন। তিনি মৌলভীবাজার জেলায় টিএনও এবং মাগুরা ও মাদারীপুর জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। মাগুরা জেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় এনে UNICEF এর প্রশংসা পান এবং জাতীয় সম্মাননা পান। পররাষ্ট্র মন্ত্রণালয়্ ০৭ বছর চাকরিকালে তিনি বাংলাদেশ দূতাবাস, আম্মাান- প্রথম সচিব, কার্যালয় প্রধান এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় কনসাল, হ্যাড অব চ্যানচারি ও ভারপ্রাপ্ত কনসাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। রাজউকের সচিব, পরিবেশ অধিদফতরের ঢাকা বিভাগের ডিরেক্টর, মেহেরপুর জেলা পরিষদের সিইও এবং বিআরটিসির পরিচালকের পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯১৫ সাল থেকে তিনি World Bank funded project-এ এবং বাংলাদেশস্থ বিশ্ব্যাংক কার্যালয়ে SICIAL SAFETY NET টিমে পরামর্শক হিসাবে কর্মরত ছিলেন।

ড. নেয়ামত ভূঁইয়ার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৪ টি। এ ছাড়া ‘সিগ্‌নিফাইং সাফারিং এন্ড দি সাবলাইম ইন ইংলিশ রোমান্টিক পয়েট্রি- ইসপেশ্যালি ইন দি পয়েট্রি অব জন কীটস’ শিরোনামে তার অপর একটি গবেষণাপত্র রয়েছে। বিভিন্ন দৈনিক ও সাময়িকী ও অনলাইন পোর্টালে তার দু’ শতাধিক নিবন্ধ, কবিতা, ও গল্প প্রকাশিত হয়েছে।

নেয়ামত উল্যা ভূঁইয়া বিসিএস ‘৮৪ ফোরামের সভাপতি। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ লিমেরিক সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঊষসী সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠি, অফিসার্স ক্লাব ঢাকা,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদস্য। তাছাড়া তিনি প্রায় দু’ শতাধিক গানের বাণির রচয়িতা। বাংলাদেশ বেতার ও বিটিভি’র নিবন্ধিত গীতিকার তিনি।
তিনি বরুড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ, শেখ বোরহানুদ্দিন কলেজ, অতিশ দীপংকর ইউনিভার্সিটি এবং ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন।

২০১৭ সালে নেয়ামত উল্যা ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে উপ-সচিব হিসাবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সরকারি চাকরি জীবন শেষে তিনি বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিসে প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

তিনি ১৯৫৮ সালে কুমিল্লা জেলার বরুড়া থানার জোড়পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার দুই সন্তান কৌশিক মাহমুদ কিংশুক এবং আশিক মাহমুদ হৃৎশুক পেশায় প্রকৌশলী। ড. ভূঁইয়া’র স্ত্রী রাশিদা ভূঁইয়া একজন নিবেদিত সমাজকর্মী যিনি INNER WHEEK CLUB OF DHAKA WEST -এর প্রেসিডেন্ট হিসাবে OLIVER GOLDING AWARD প্রাপ্ত হন।