![](https://muktirlorai.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো: নাজমুল হোসেন ইমন
আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয়ের ৫৩ বছরে পদার্পণ করবে বাংলাদেশ। বিজয়ের এ মাহেন্দ্রক্ষণ উদ্যাপন করতে ১৫ ডিসেম্বর শুক্রবার এক জমকালো কনসার্টের আয়োজন হবে দক্ষিণ এশিয়ার বৃহত্তর শপিংমল যমুনা ফিউচার পার্কের কার্গো পার্কিং এরিয়ায়।
ওপেন এয়ার এ কনসার্টে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, আর্টসেল, মেঘদল, এভয়েড রাফা, অ্যাশেজ। থাকবে ব্যান্ডদল ওয়ার সাইট, আফটার দ্য এপক্লিপ্স, ঐন্দ্রজালিক, নিভানিয়া, অলেখা, ব্যান্ড হাব এবং শিল্পী প্রিতম হাসানের পরিবেশনা।
বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই কনসার্ট। ‘নো দ্য হিস্টোরি সেলিব্রেট দ্য ভিক্টোরি’ স্লোগানে ‘বিজয়ের উল্লাস’ শিরোনামের এ কনসার্টটির আয়োজন করেছে তান-রাত ইনস্টিটিউট।
মঙ্গলবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজয় উল্লাস কনসার্টের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন (সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন), যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) ড. মোহাম্মদ আলমগীর আলম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য শামীম আরা হোসেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. আবু তাহের, ইউসিএসটি ইউনিভার্সিটির প্রোভোস্ট ও রেজিস্ট্রার চ্যাং জিও জিম, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হুমায়ুন কবির ও পেন্টাগন গ্রুপের কর্ণধার অন্তু করিম প্রমুখ।
ড. সাজ্জাদ হোসেন বলেন, এ প্রথম তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ শিক্ষা, গবেষণা ও উন্নয়ন ফোরামের (ইআরডিএফবি) সহযোগিতায় বিজয় উল্লাস-২০২৩ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে। জাতি হিসাবে আমাদের বিজয়ের গর্ব তরুণদের নিয়ে উদ্যাপনের পাশাপাশি গণতন্ত্র এবং দেশপ্রেম ছড়িয়ে দেওয়া এ আয়োজনের মিশন ও ভিশন।
আয়োজকরা আশা করছেন, এ কনসার্টে ১০ হাজারেরও বেশি সংগীতপ্রেমীর আগমন ঘটবে। কনসার্টের টিকিট মূল্য ৫০০ টাকা। তবে প্রথম ২ হাজার দর্শকের জন্য থাকছে ডিসকাউন্টের সুবিধা। তারা ৩০০ টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন।
ভিআইপি টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। প্রথম ৫০০ জন ডিসকাউন্ট সুবিধা নিয়ে কিনতে পারবেন ৮০০ টাকা দিয়ে। এছাড়া কনসার্টের সমাপনী আয়োজনে থাকছে মোবাইল ফ্ল্যাশিং।