
নীলফামারী প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবিতে শনিবার ০১/১১/২০২৫ ইং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশের আয়োজন করে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে)।
জেলার প্রাণকেন্দ্র ডিসি মোড়-এ সকাল ১১টায় আয়োজিত এই সমাবেশে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। সাংবাদিকরা তাদের ২১ দফা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশ থেকে দ্রুততম সময়ে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
নবম ও দশম ওয়েজ বোর্ড, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড অবিলম্বে বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন করা, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালা কানুন অবিলম্বে বাতিল করাসহ
সমাবেশে সাংবাদিক নেতারা ২১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরফিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন।
মুক্তির লড়াই ডেস্ক : 















