ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীনা স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান, বৈঠকে আশাবাদী হ্য লিফেং Logo চীনের জনকল্যাণমূলক অবদানকে স্বাগত জানাল বিশ্ব Logo ৩০ কোটির বেশি ক্রেতা, হাইনানে শুল্কমুক্ত পণ্যে রেকর্ড বিক্রি Logo বুড়িচংয়ে ট্রাক চাপায় প্রবাস ফেরত যুবক নিহত Logo ‎বরুড়া শাকপুরে এলজিআরডি’র সড়ক ভেঙ্গে দিলো প্রভাবশালী পরিবার Logo বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে চীন-যুক্তরাষ্ট্র টিকটক সমস্যায় ঐক্যমতে Logo বৈশ্বিক অস্ত্র বিস্তার রোধে পারমাণবিক শাসনব্যবস্থা শক্তিশালী করার আহ্বান Logo অনুষ্ঠানস্থলেই বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি রিংকুর মৃত্যুর Logo ঝিনাইদহে ৬ লেন রাস্তা তৈরীতে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মুল্যের দাবি Logo বিভিন্ন আযোজন এর মধ্যে দিয়ে কালীগঞ্জে বিশ্ব কর্ম পুজা পালিত

৩০ কোটির বেশি ক্রেতা, হাইনানে শুল্কমুক্ত পণ্যে রেকর্ড বিক্রি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৬:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

চীনের হাইনান প্রদেশে কেনাকাটায় ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত সীমা বৃদ্ধির পর থেকে পণ্য বিক্রি ২০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

স্থানীয় শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালের জুলাইয়ে মাথাপিছু কেনাকাটার সীমা ৩০ হাজার ইউয়ান থেকে বাড়িয়ে ১ লাখ ইউয়ান করার পর থেকেই এই ‍বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

নীতিমালায় পরিবর্তন এনে একক পণ্যের ওপর থেকে কেনার সীমা তুলে নেওয়া হয়েছে এবং ইলেকট্রনিক্সসহ সাতটি নতুন জনপ্রিয় বিভাগ যুক্ত করা হয়েছে। হাইখৌ শুল্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ কোটিরও বেশি ক্রেতা প্রায় ২৪ কোটি ৭০ লাখ ডিউটি-ফ্রি পণ্য কিনেছেন।

বিক্রেতারা এখন পণ্যের দ্রুত সরবরাহ, গ্রাহকদের সুবিধামতো সময়ে পণ্য সংগ্রহ এবং অন্যান্য বিকল্প ব্যবস্থা চালু করেছে। চায়না ডিউটি ​​ফ্রি গ্রুপের স্যানিয়া ইন্টারন্যাশনাল ডিউটি-ফ্রি শপিং কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার চাং বিন বলেন, “নতুন নীতির পর আমরা মদ ও ইলেকট্রনিক্সের নতুন ব্র্যান্ড এনেছি এবং জনপ্রিয় পারফিউম, কসমেটিকস ও বিলাসবহুল পণ্যের স্টক দ্রুত পূরণ করছি।”

হাইখৌ শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্মার্ট ক্লিয়ারেন্স সিস্টেম চালু করেছে, যা অনুমোদনের প্রক্রিয়া ৬০% দ্রুত করেছে। এতে পণ্য সরবরাহ দ্বিগুণ হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপগুলো একদিকে যেমন ডিউটি-ফ্রি কেনাকাটার সুবিধা বাড়িয়েছে, তেমনি শুল্ক তত্ত্বাবধানও উন্নত করেছে।

সূত্র:শুভ-ফয়সল, চায়না ডেইলি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চীনা স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান, বৈঠকে আশাবাদী হ্য লিফেং

SBN

SBN

৩০ কোটির বেশি ক্রেতা, হাইনানে শুল্কমুক্ত পণ্যে রেকর্ড বিক্রি

আপডেট সময় ০৬:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

চীনের হাইনান প্রদেশে কেনাকাটায় ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত সীমা বৃদ্ধির পর থেকে পণ্য বিক্রি ২০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

স্থানীয় শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালের জুলাইয়ে মাথাপিছু কেনাকাটার সীমা ৩০ হাজার ইউয়ান থেকে বাড়িয়ে ১ লাখ ইউয়ান করার পর থেকেই এই ‍বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

নীতিমালায় পরিবর্তন এনে একক পণ্যের ওপর থেকে কেনার সীমা তুলে নেওয়া হয়েছে এবং ইলেকট্রনিক্সসহ সাতটি নতুন জনপ্রিয় বিভাগ যুক্ত করা হয়েছে। হাইখৌ শুল্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ কোটিরও বেশি ক্রেতা প্রায় ২৪ কোটি ৭০ লাখ ডিউটি-ফ্রি পণ্য কিনেছেন।

বিক্রেতারা এখন পণ্যের দ্রুত সরবরাহ, গ্রাহকদের সুবিধামতো সময়ে পণ্য সংগ্রহ এবং অন্যান্য বিকল্প ব্যবস্থা চালু করেছে। চায়না ডিউটি ​​ফ্রি গ্রুপের স্যানিয়া ইন্টারন্যাশনাল ডিউটি-ফ্রি শপিং কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার চাং বিন বলেন, “নতুন নীতির পর আমরা মদ ও ইলেকট্রনিক্সের নতুন ব্র্যান্ড এনেছি এবং জনপ্রিয় পারফিউম, কসমেটিকস ও বিলাসবহুল পণ্যের স্টক দ্রুত পূরণ করছি।”

হাইখৌ শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্মার্ট ক্লিয়ারেন্স সিস্টেম চালু করেছে, যা অনুমোদনের প্রক্রিয়া ৬০% দ্রুত করেছে। এতে পণ্য সরবরাহ দ্বিগুণ হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপগুলো একদিকে যেমন ডিউটি-ফ্রি কেনাকাটার সুবিধা বাড়িয়েছে, তেমনি শুল্ক তত্ত্বাবধানও উন্নত করেছে।

সূত্র:শুভ-ফয়সল, চায়না ডেইলি।