ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত Logo কুকুর মারতে বাধা দেওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ Logo বরুড়ায় টিম ফর ফিউসার এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo সাজেকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়োজিত রাখার জন্য নির্দেশনা Logo বালিয়াডাঙ্গীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু Logo সাতক্ষীরায় চিকিৎসা সেবা’সহ ত্রাণ সামগ্রী বিতরণ Logo বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা Logo পলাশবাড়িতে নয় বছরের শিশু সন্তানকে অপহরণের অভিযোগ Logo গাজীপুরে ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ (ভিডিও) Logo আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের কমিটি গটন

৩৮২০ কৌশলগত পরিকল্পনায়’ ফুচৌ শহরের প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়িয়ে দিয়েছে

‘৩৮২০ কৌশলগত পরিকল্পনা’ হলো ফুচৌ শহরের মিউনিসিপ্যাল পার্টি কমিটির তত্কালীন সেক্রেটারির দায়িত্ব পালনকারী কমরেড সি চিন পিংয়েরে নিজ উদ্যোগে এবং সভাপতিত্বে তৈরি ফুচৌ শহরের ২০ বছরব্যাপী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কৌশলগত পরিকল্পনা।

যা ফুচৌ শহরের উন্নয়নে সুন্দর ব্লুপ্রন্ট আঁকে এবং ফুচৌ শহরের উন্নয়নের জন্য একটি সাধারণ কর্মসূচি ও সাধারণ কৌশল গ্রহণ করে।

কিভাবে আরো জোরালোভাবে কৌশলগত পরিকল্পনার বাস্তবায়ন করা যাবে, তা নিয়ে সি চিন পিং সংস্কার গভীরতর এবং উন্মুক্তকরণের চিন্তাধারা উত্থাপন করেন। তিনি বলেন, সংস্কার আমাদের প্রাণবন্ত শক্তি এবং উন্মুক্তকরণ আমাদের সত্যিকার।

সংস্কার ও উন্মুক্তকরণ হলো ‘৩৮২০ কৌশলগত পরিকল্পনার’ গরুত্বপূর্ণ চিন্তাধারা। ফুচৌ মিন নদীর পাশে এবং পূর্ব চীন সাগরের উপকূলে অবস্থিত। দেশ-বিদেশের বিভিন্ন শহরের সঙ্গে ফুচৌ শহরের বিনিময় বেড়ে যাওয়ার সাথে সাথে, এর অবকাঠামো একটু দুর্বল ছিলো। সেই সময় ফুচৌ শহরে বেসামরিক বিমানবন্দর ছিলো না।

ব্যবসায়ীরা ওখানে বিনিয়োগ করতে এবং সেখান থেকে পণ্য বের করতে পারতো না। ক্যাডার এবং জনগণের দান,সরকারি বরাদ্দ এবং জাতীয় ভর্তুকির সাহায্যে বিমানবন্দর নির্মাণের টাকা জমা করা হয়। ৫ বছর ধরে নির্মাণের পর, ছাংল্য আন্তর্জাতিক বিমানবন্দর ১৯৯৭ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।

বৈদেশিক উন্মুক্তকরণের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে কমরেড সি হাইস্পিড সড়কপথসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্মাণকাজকে দ্রুততর করেন।

২০১০ সালে ‘৩৮২০ কৌশলগত পরিকল্পনায়’ নির্ধারিত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই পরিকল্পনা ফুচৌ শহরের প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়িয়ে দিয়েছে; শহরের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় শিল্পকে প্রানবন্তভাবে উন্নত করছে। বিগত ৫ বছরে শহরের আমদানি ও রপ্তানির মোট মূল্য ২৫০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায় এবং এখন শহরের বাণিজ্যিক অংশীদার ২০০টি দেশ ও অঞ্চল। সূত্র:লিলি-আলিম,চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত

SBN

SBN

৩৮২০ কৌশলগত পরিকল্পনায়’ ফুচৌ শহরের প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়িয়ে দিয়েছে

আপডেট সময় ০২:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

‘৩৮২০ কৌশলগত পরিকল্পনা’ হলো ফুচৌ শহরের মিউনিসিপ্যাল পার্টি কমিটির তত্কালীন সেক্রেটারির দায়িত্ব পালনকারী কমরেড সি চিন পিংয়েরে নিজ উদ্যোগে এবং সভাপতিত্বে তৈরি ফুচৌ শহরের ২০ বছরব্যাপী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কৌশলগত পরিকল্পনা।

যা ফুচৌ শহরের উন্নয়নে সুন্দর ব্লুপ্রন্ট আঁকে এবং ফুচৌ শহরের উন্নয়নের জন্য একটি সাধারণ কর্মসূচি ও সাধারণ কৌশল গ্রহণ করে।

কিভাবে আরো জোরালোভাবে কৌশলগত পরিকল্পনার বাস্তবায়ন করা যাবে, তা নিয়ে সি চিন পিং সংস্কার গভীরতর এবং উন্মুক্তকরণের চিন্তাধারা উত্থাপন করেন। তিনি বলেন, সংস্কার আমাদের প্রাণবন্ত শক্তি এবং উন্মুক্তকরণ আমাদের সত্যিকার।

সংস্কার ও উন্মুক্তকরণ হলো ‘৩৮২০ কৌশলগত পরিকল্পনার’ গরুত্বপূর্ণ চিন্তাধারা। ফুচৌ মিন নদীর পাশে এবং পূর্ব চীন সাগরের উপকূলে অবস্থিত। দেশ-বিদেশের বিভিন্ন শহরের সঙ্গে ফুচৌ শহরের বিনিময় বেড়ে যাওয়ার সাথে সাথে, এর অবকাঠামো একটু দুর্বল ছিলো। সেই সময় ফুচৌ শহরে বেসামরিক বিমানবন্দর ছিলো না।

ব্যবসায়ীরা ওখানে বিনিয়োগ করতে এবং সেখান থেকে পণ্য বের করতে পারতো না। ক্যাডার এবং জনগণের দান,সরকারি বরাদ্দ এবং জাতীয় ভর্তুকির সাহায্যে বিমানবন্দর নির্মাণের টাকা জমা করা হয়। ৫ বছর ধরে নির্মাণের পর, ছাংল্য আন্তর্জাতিক বিমানবন্দর ১৯৯৭ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।

বৈদেশিক উন্মুক্তকরণের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে কমরেড সি হাইস্পিড সড়কপথসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্মাণকাজকে দ্রুততর করেন।

২০১০ সালে ‘৩৮২০ কৌশলগত পরিকল্পনায়’ নির্ধারিত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই পরিকল্পনা ফুচৌ শহরের প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়িয়ে দিয়েছে; শহরের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় শিল্পকে প্রানবন্তভাবে উন্নত করছে। বিগত ৫ বছরে শহরের আমদানি ও রপ্তানির মোট মূল্য ২৫০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায় এবং এখন শহরের বাণিজ্যিক অংশীদার ২০০টি দেশ ও অঞ্চল। সূত্র:লিলি-আলিম,চায়না মিডিয়া গ্রুপ।