ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নলছিটিতে ৪০টি টিউবওয়েল বিতরণ Logo অবৈধ ড্রেজারে ধ্বংসের মুখে বারেশ্বর বিলের তিন ফসলি জমি Logo কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর Logo সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৫১ শিক্ষার্থী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তির্ন Logo ১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা Logo চীনের অর্থনীতি: চাপ সামলেও শক্তিশালী অগ্রগতি Logo বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ার লক্ষ্যে চীন Logo ইউনিট ৭৩১: সংগঠিত রাষ্ট্রীয় অপরাধের অকাট্য প্রমাণ Logo আবুধাবিতে ওয়াং ই–শেখ আবদুল্লাহ বৈঠক Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

৮০ দিনের অভিযান: দেশপ্রেমে রাঙা সিনচিয়াংয়ের তরুণীর সাইকেল ভ্রমণ

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৩:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

১লা অক্টোবর, চীনের বেইজিংয়ের থিয়েন আন মেন স্কোয়ারে বিরাট জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকে নানা স্থান থেকে তা দেখতে আসেন। তাঁদের মধ্যে সিনচিয়াংয়ের আকসু থেকে আসা এক মেয়ে ও তাঁর মা-কেও দেখা যায়।

তাঁরা সিনচিয়াং থেকে রওনা হয়ে ৮০ দিনেরও বেশি সময় পর, অবশেষে বেইজিংয়ে পৌঁছে জাতীয় দিবসের এই তাৎপর্যপূর্ণ পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মু ইয়া সাই আর হচ্ছেন সিনচিয়াংয়ের উ সি কাউন্টির হাই স্কুলের ছাত্রী। তিনি বলেন, “একজন চীনা হিসেবে এই মহান পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত ও গর্বিত। আমার মা আমার ইচ্ছাশক্তি উন্নত করতে চান, আর থিয়েন আন মেন-এ জাতীয় পতাকা উত্তোলন দেখাও আমার স্বপ্ন। এজন্য আমরা সাইকেল চালিয়ে এসেছি।”

তিনি জানান, এবারই তাদের প্রথম বেইজিং আসা। সিনচিয়াং থেকে তাদের এই যাত্রাপথে দেশের অনেক সুন্দর ও বিশাল দৃশ্য দেখার পাশাপাশি, তাঁরা অনেক মানুষের সাহায্যও পেয়েছেন।

তিনি বলেন, “আমাদের সাইকেলের টায়ার নষ্ট হয়েছিল। কোনো উপায় না দেখে, অন্যদের সাহায্য চাওয়ার জন্য আমরা ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করি। সিনচিয়াংয়ের একজন চাচা তার ট্রাক চালিয়ে এসেছেন। তিনি আমাদের এবং আমাদের বাইক পরিবহন করে একটি বাইক মেরামত দোকানে পৌঁছে দিয়েছেন।”

৮০ দিনেরও বেশি সময়ের বাইসাইকেল ভ্রমণের পর, ২৮ সেপ্টেম্বর, তাঁরা অবশেষে বেইজিংয়ে পৌঁছান।

তিনি বলেন, “এই পথে মাতৃভূমির সমৃদ্ধি ও মহিমা অনুভব করতে পেরেছি।”

অবশেষে জাতীয় দিবস আসতেই, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ও তাঁর মা থিয়েন আন মেন স্কোয়ারে এসে পতাকা উত্তোলনের সেই শুভ মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন।

তিনি বলেন, আমি অনেক সুখী বোধ করছি। আশা করি আমাদের মাতৃভূমি আরও সমৃদ্ধ হবে।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৪০টি টিউবওয়েল বিতরণ

SBN

SBN

৮০ দিনের অভিযান: দেশপ্রেমে রাঙা সিনচিয়াংয়ের তরুণীর সাইকেল ভ্রমণ

আপডেট সময় ০৩:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

১লা অক্টোবর, চীনের বেইজিংয়ের থিয়েন আন মেন স্কোয়ারে বিরাট জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকে নানা স্থান থেকে তা দেখতে আসেন। তাঁদের মধ্যে সিনচিয়াংয়ের আকসু থেকে আসা এক মেয়ে ও তাঁর মা-কেও দেখা যায়।

তাঁরা সিনচিয়াং থেকে রওনা হয়ে ৮০ দিনেরও বেশি সময় পর, অবশেষে বেইজিংয়ে পৌঁছে জাতীয় দিবসের এই তাৎপর্যপূর্ণ পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মু ইয়া সাই আর হচ্ছেন সিনচিয়াংয়ের উ সি কাউন্টির হাই স্কুলের ছাত্রী। তিনি বলেন, “একজন চীনা হিসেবে এই মহান পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত ও গর্বিত। আমার মা আমার ইচ্ছাশক্তি উন্নত করতে চান, আর থিয়েন আন মেন-এ জাতীয় পতাকা উত্তোলন দেখাও আমার স্বপ্ন। এজন্য আমরা সাইকেল চালিয়ে এসেছি।”

তিনি জানান, এবারই তাদের প্রথম বেইজিং আসা। সিনচিয়াং থেকে তাদের এই যাত্রাপথে দেশের অনেক সুন্দর ও বিশাল দৃশ্য দেখার পাশাপাশি, তাঁরা অনেক মানুষের সাহায্যও পেয়েছেন।

তিনি বলেন, “আমাদের সাইকেলের টায়ার নষ্ট হয়েছিল। কোনো উপায় না দেখে, অন্যদের সাহায্য চাওয়ার জন্য আমরা ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করি। সিনচিয়াংয়ের একজন চাচা তার ট্রাক চালিয়ে এসেছেন। তিনি আমাদের এবং আমাদের বাইক পরিবহন করে একটি বাইক মেরামত দোকানে পৌঁছে দিয়েছেন।”

৮০ দিনেরও বেশি সময়ের বাইসাইকেল ভ্রমণের পর, ২৮ সেপ্টেম্বর, তাঁরা অবশেষে বেইজিংয়ে পৌঁছান।

তিনি বলেন, “এই পথে মাতৃভূমির সমৃদ্ধি ও মহিমা অনুভব করতে পেরেছি।”

অবশেষে জাতীয় দিবস আসতেই, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ও তাঁর মা থিয়েন আন মেন স্কোয়ারে এসে পতাকা উত্তোলনের সেই শুভ মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন।

তিনি বলেন, আমি অনেক সুখী বোধ করছি। আশা করি আমাদের মাতৃভূমি আরও সমৃদ্ধ হবে।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।