
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭জুন) সকাল ১০.৩০ টায় পৌর শপিং কমপ্লেক্স হলরুমে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন। এই সময় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ২৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ১ টাকা। বাজেট রাজস্ব আয় ধরা হয়েছে। ৯ কোটি ৭৭লাখ ১৮ হাজার ২৪৮ টাকা। পানি সরবরাহ ও উন্নয়ন (প্রকল্পসহ) আয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা।
এই সময় পৌর মেয়র বাজেট ঘোষণা পরে, সাংবাদিকদের নানা প্রশ্ন উত্তর প্রদান করেন এবং সকল শ্রেনি-পেশার নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে পৌরসভার পরিচ্ছন্ন, সবুজ, স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসাবে গড়ে তোলতে পৌর নাগরিক সহযোগিতা চান।
বাজেট ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল পাটোয়ারী, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুর ইসলাম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল আউয়াল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।