
মোঃ সোহেল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখা ও টেকনাফে কর্মরত সাংবাদিকরা।
সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া জামালপুরের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্তের দাবি জানান তারা।
রবিবার (১৮ জুন) বিকাল ৩ টায় টেকনাফ শাপলা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয় টেকনাফ উপজেলা শাখার বিক্ষোভ সমাবেশে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা।
এস এন কায়সার জুয়েলের সভাপতিত্বে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনূস অভির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল চৌধুরী ও দপ্তর সম্পাদক আবদুর রহমান ইবনে আমিন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, দৈনিক লাল সবুজের দেশ টেকনাফ প্রতিনিধি মোঃ ফারুক। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও কালের সংবাদ কক্সবাজার জেলা প্রতিনিধি কে এম নুর মোহাম্মদ।দৈনিক কক্সবাজার সংবাদ টেকনাফ উপজেলা প্রতিনিধি আবদুর রহমান ইবনে আমিন। দৈনিক স্বাধীন সংবাদ স্টাফ রিপোর্টার মোঃ সোহেল চৌধুরী। দৈনিক সমাচার টেকনাফ প্রতিনিধি কেফায়েত উল্লাহ। জাতীয় দৈনিক বঙ্গভূমি সৈয়দ আলম টেকনাফ প্রতিনিধি। দৈনিক কক্সবাজার বাণী টেকনাফ প্রতিনিধি মোঃ ইমন। মানবাধিকার ক্রাইম বার্তা টেকনাফ প্রতিনিধি আবুল কাসিম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ এর টেকনাফ প্রতিনিধি আবদুল মাবুদ। মোঃ শাহীন দ্বীপ টিভি। আনোয়ার, রায়হান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি।
গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।