
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী ৪ং চান্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ৭:৩০ হইতে বিকাল পাঁচটা পর্যন্ত চাউল বিতরন করা হয়। ৪ নং চান্দপুর ইউনিয়নের ১/২/৩/৪/৫/৬ /৭,/৮,৯ নং ওয়ার্ডের গরিব দুখীর মাঝে ৫৫৮৬ ভিজিএফ চাউল অসহায়দের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়। ৪ নং চান্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান মাহফুজ এর নেতৃত্বে দেন। এ সময় উপস্তিত ছিলেন, উপজেলার টেক্সঅফিসার হেলাল উদ্দিন, ইউপি সদস্য মোঃ আব্দুল আউয়াল মেম্বার, আকবর মেম্বার, মোঃ ওসমান মেম্বার,
মোঃ বুলবুল মেম্বার, মোঃ উজ্জল মেম্বার, মোঃ মজিবুর মেম্বার, বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুল হক, মোঃ বাশার মিয়া, মোঃ রাকিবুল হাসান।
সামনে ঈদুর আযাহা উপলক্ষে ১০ কেজি করে চাউল দেওয়াতে ৪ নং চান্দ্পুর ইউনিয়নের গরীব দুঃখী মানুষ মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। আরো ধন্যবাদ জানান সংসদ সদস্য নুর মোহাম্মদ এমপি কে। ৪ং চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান চাউল বিতরনের সময় সকলের উদেশ্যে বলেন, আমার ইউনিয়নে কোনো দুর্নিতি চলবেনা না, অপরাধ চলবেনা, প্রতিবারের মতই নিজে থেকে গরিব দুখিদের মাঝে বাংলাদেশ সরকারের অনুদান ভিজিএফ চাউল গরিব দুখিদের মাঝে নিজে থেকে বিলিয়ে দেন চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান।