
কুমিল্লা জেলা প্রতিনিধি: ডায়াবেটিস রোগীদের জন্য খুবই জরুরি বিষয় নিয়মিত ও সুষম খাদ্যাভ্যাস। এই দিকগুলো বিবেচনায় রেখে প্রকাশ করেছেন “আমার ডায়াবেটিসের বই”।
বুধবার (২১ জুন ২০২৩ খ্রিঃ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে “আমার ডায়াবেটিস বই” এর মোড়ক উন্মোচন করলেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমেক হাসপাতালের উপ- পরিচালক ডাঃ সাজেদা খাতুন, সহকারী পরিচালক ডাঃ নিশাত সুলতানাসহ চিকিৎসক কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
প্রধান অতিথি ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আমাদের এন্ডোক্রাইনোলজি বিভাগ সত্যি একটি প্রশংসনীয় ও ঐতিহাসিক কাজ করেছে। কুমেকের বহিঃ বিভাগে তিন সহস্রাধিক রোগীর সাথে এখন যুক্ত হবে আরো শত-সহস্র ডায়াবেটিস রোগী। কুমেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের আন্তরিক প্রচেষ্টায় একদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ইনশাআল্লাহ কুমিল্লার ডায়াবেটিস রোগীদের প্রাণকেন্দ্রে পরিণত হবে।