ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘সোনার সংসার’ শুধু একটি নাটক নয়— এটি এক আয়না Logo পায়েল বিশ্বাস এর কবিতা Logo পবায় প্রসবের পর মায়ের মৃত্যু, সন্তানের দায়িত্ব নিলেন চেয়ারম্যান Logo গাইবান্ধায় অনলাইন ক্যাসিনোর বিষাক্ত থাবা: ঋণে ডুবে পরিবার ছাড়ছে মানুষ Logo শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দাঁত ভাঙার ঘটনায় মানববন্ধন Logo ময়মনসিংহ -শেরপুর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ Logo গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড Logo চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই; দুই থানায় ধাক্কা-ধাক্কি Logo প্রতিহিংসা নয় প্রতিযোগিতা, রাজনীতি হোক ঐক্য ভিত্তিক Logo ডানপন্থী উসকানির বিরুদ্ধে তদন্ত দাবি বেইজিংয়ের

ধর্ষক

রাস্তা ছাড়েন প্লিজ!

কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই!

আজ তোরেই চাই।
দোষটা কি আমার?

তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ!

এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায়।

আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু!

এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম!

চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার!

মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন!

চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই।

আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও।

চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দে মেতে ওঠে। অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক। একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে। তারপর মেয়েটা গোঙাতে গোঙাতে বলতে লাগলো—

একটু পানি যদি পাই!

হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস।

কিছুক্ষণ পর হবি লাশ!
জীবনটা দেন ভিক্ষা।

পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব।

জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু।

শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন।

ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ!

এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ!
ধর্ষক বেঁচে যায়!ধর্ষণ করে যায়!

এটাই বর্তমান সমাজের চিত্র।

সংগ্রহীত।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘সোনার সংসার’ শুধু একটি নাটক নয়— এটি এক আয়না

SBN

SBN

ধর্ষক

আপডেট সময় ১০:২২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

রাস্তা ছাড়েন প্লিজ!

কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই!

আজ তোরেই চাই।
দোষটা কি আমার?

তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ!

এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায়।

আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু!

এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম!

চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার!

মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন!

চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই।

আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও।

চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দে মেতে ওঠে। অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক। একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে। তারপর মেয়েটা গোঙাতে গোঙাতে বলতে লাগলো—

একটু পানি যদি পাই!

হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস।

কিছুক্ষণ পর হবি লাশ!
জীবনটা দেন ভিক্ষা।

পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব।

জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু।

শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন।

ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ!

এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ!
ধর্ষক বেঁচে যায়!ধর্ষণ করে যায়!

এটাই বর্তমান সমাজের চিত্র।

সংগ্রহীত।