
এম. এস. আমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন কুরবানীর ঈদকে পুঁজি করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গ্রুপ প্রতি ৭’শত -৮’শত টাকা এবং ছাগল জাতীয় পশু প্রতি ৪’শত টাকা করে বাধ্যতামূলক খাজনা আদায় করছে। সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানে এমন তথ্যের ভিত্তিতে বটতলা হাটের ইজারাদার শরিফুল ইসলাম বলেন, গরু প্রতি ৫’শত টাকা এবং ছাগল প্রতি ২’শত ৫০ টাকা নিচ্ছি। অতিরিক্ত খাজনা আদায়ের টাকা রশিদে লিখছে না হাট কর্তৃপক্ষ। তাঁরা বেপরোয়া হয়ে উঠেছে।