মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ৪১৮ পিচ ইয়াবাসহ রাশেদ খান বাবুল ও নিজাম শেখ নামের ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২’র স্পেশাল কোম্পানীর
আভিযানিক দলের সদস্যরা।
৯ডিসেম্বর শুক্রবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়-৮ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে-সিরাজগঞ্জের সদর থানার কড্ডা কৃষ্ণপুর গ্রামের শিশু মেলা বিদ্যা নিকেতন এন্ড হাইস্কুল এর সামনে পাকা রাস্তার উপর এক মাদক
বিরোধী অভিযান চালিয়ে ৪১৮(চারশত আঠার) পিচ ইয়াবাসহ তাদের করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বারাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ খান বাবুল(৫০),কড্ডা
কৃষ্ণপুর গ্রামের মৃত শাহজামাল শেখের ছেলে নিজাম শেখ(৩২)।
আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ সদর থানায় হস্থান্তর করা হয়েছে বলে,গনমাধ্যমকে নিশ্চিত
করেছেন-র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার- আবুল হাশেম সবুজ।