ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা Logo বেইজিংয়ে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন Logo কালীগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যাবহার রোধে কর্মশালা Logo চাকরী স্থায়ীকরণের দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের কর্ম-বিরতী Logo ফরিদপুরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী রাজিব এখন বিদেশে Logo পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২ Logo এমপিকে ওয়ার্ল্ড ওয়ার্ড নেতার হুমকি Logo বালিয়াকান্দিতে স্কুলে গিয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনার অভিযোগ Logo নরপশুর লাগাতার ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা Logo চীনে খাদ্যশস্যের উৎপাদনের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

শাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ কবির হোসেন

সিলেট প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন।

সোমবার (১০ জুলাই) সকালে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বর্তমানে তিনি শাবি শিক্ষক সমিতির সভাপতি ও মেডিকেল প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. শাহাবুদ্দিনের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রো-ভাইস চ্যান্সেলর পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ড. মো. কবির হোসেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের কৃতি সন্তান।

জানা গেছে, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম লেকচারার ছিলেন। উনার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পো-ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের দিন্ডিকেট মেম্বার, একাধিকবার শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি, একাডেমিক কাউন্সিলের সদস্য, ফ্যাকাল্টি ডিন, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ড. মো. কবির হোসেন বলেন, রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি যথাযথ পালন করবো। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের স্বার্থে সহকর্মীদের নিয়ে শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নে কাজ করবো।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আপলোডকারীর তথ্য

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ কবির হোসেন

আপডেট সময় ০৭:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

সিলেট প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন।

সোমবার (১০ জুলাই) সকালে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বর্তমানে তিনি শাবি শিক্ষক সমিতির সভাপতি ও মেডিকেল প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. শাহাবুদ্দিনের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রো-ভাইস চ্যান্সেলর পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ড. মো. কবির হোসেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের কৃতি সন্তান।

জানা গেছে, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম লেকচারার ছিলেন। উনার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পো-ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের দিন্ডিকেট মেম্বার, একাধিকবার শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি, একাডেমিক কাউন্সিলের সদস্য, ফ্যাকাল্টি ডিন, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ড. মো. কবির হোসেন বলেন, রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি যথাযথ পালন করবো। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের স্বার্থে সহকর্মীদের নিয়ে শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নে কাজ করবো।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।