ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘাটাইলে সিঁধকেটে ঘরে ঢুকে যুবককে হত্যা

টাঙ্গাইল জেলা প্রতি নিধি: বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোররাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছুনুটিয়া গ্রামে সিঁধকেটে ঘরে ঢুকে আলম মিঞাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম মিয়া ওই গ্রা‌মের মোহাম্মদ আলী মাস্টারের ছে‌লে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে রা‌তে আলম একাই ঘরে ঘুমিয়ে ছিল।

ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, প্রতি‌বে‌শিরা আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। ত‌বে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আলম‌কে ডাকাডা‌কি কর‌লে কোন সাড়াশব্দ না পে‌য়ে পু‌লি‌শে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থে‌কে আলম মিয়ার গলাকাটা মর‌দেহ উদ্ধার করে্ন।

ও‌সি আরও বলেন, রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। প‌রে চুরি করার সময় হয়তো চোর‌দের চি‌নে ফে‌লে আলম। চোর‌দের চি‌নে ফেলায় আলম‌কে হত্যা ক‌রেছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সদস্য কাজ করছে।

আপলোডকারীর তথ্য

ঘাটাইলে সিঁধকেটে ঘরে ঢুকে যুবককে হত্যা

আপডেট সময় ০১:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতি নিধি: বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোররাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছুনুটিয়া গ্রামে সিঁধকেটে ঘরে ঢুকে আলম মিঞাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম মিয়া ওই গ্রা‌মের মোহাম্মদ আলী মাস্টারের ছে‌লে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে রা‌তে আলম একাই ঘরে ঘুমিয়ে ছিল।

ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, প্রতি‌বে‌শিরা আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। ত‌বে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আলম‌কে ডাকাডা‌কি কর‌লে কোন সাড়াশব্দ না পে‌য়ে পু‌লি‌শে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থে‌কে আলম মিয়ার গলাকাটা মর‌দেহ উদ্ধার করে্ন।

ও‌সি আরও বলেন, রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। প‌রে চুরি করার সময় হয়তো চোর‌দের চি‌নে ফে‌লে আলম। চোর‌দের চি‌নে ফেলায় আলম‌কে হত্যা ক‌রেছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সদস্য কাজ করছে।