
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি ফুলবাড়ী উপজেলা শাখা এর আয়োজনে আলোচনা সভা ও বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় সেলফ ওয়ে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মোকাররম হোসেন বিদ্যুৎ এর সঞ্চালনায় এনবিকেপিএসএস এর ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ড এর সেক্রেটারি ও এনবিকেপিএসএস যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস অফিস সম্পাদক মোঃ লুৎফুল্লাহ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
২০২২ সালে সাতটি প্রতিষ্ঠানের ২০৪ জন ছাত্র ছাত্রী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ২০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন ৩৪ জন। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান করা হয়। এ সময় বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























