পাবনা জেলা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলা আওয়ামীলীগ ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধি পথে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে সমান ভাবে অংশ নিচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এনজিও “আশনা” এর নির্বাহী পরিচালক মুসলিমা শামস বনীর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন বিল্লু, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
বেড়ায় ঈদ পুনর্মিলনী ও নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- ২৫৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ