এম. এস. আরমান, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল রোববার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোঃ আব্দুল মতিন (৩২) নামের ৭ মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে।
সিপিসি-১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলামপুর তেতুলতলা এলাকা হতে রাজপাড়া থানার মামলা নং ২৮, তারিখ ১০/৭/১৭, ধারা দন্ডবিধি ২২৪, রাজশাহী জেলার সদর থানার মামলা নং ২১/০৫, জিআর নং ১৯৯/২৬, তারিখ ০২/০৮/২০২২, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং ১৭, তারিখ ১০/০৪/১৭, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) মোতাবেক ০১টিতে সাজাপ্রাপ্ত, ০২টি মাদক মামলার ওয়ারেন্ট সহ মোট ০৭টি মামলার পলাতক আসামীকে বটক করে।
আটক আব্দুল মতিন রাজশাহী জেলার কাটাখালী উপজেলার রুপসীডাঙ্গা গ্রামের মোঃ জিবরাইল ছেলে।