পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বনলতা সুইটস এন্ড ফাস্ট ফুড এর সাঁথিয়া শাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা গেছে বনলতা সুইটস এন্ড বেকারী দীর্ঘদিন ধরে নষ্ট খাবার বিক্রি করে আসছিল। এর আগে তাকে সতর্ক করে দেয়া হয়েছিল। তবু তারা নষ্ট খাবার বিক্রি অব্যাহত রাখায় রোববার বিকেলে নষ্ট খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়