
মোস্তাক আহমেদ খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দুয়ারে বিশ্বকাপ। চার বছরের অপেক্ষার অবসান। আসর শুরুর আগে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। আর এতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বেড়েছে পতাকা বিক্রি।
সরেজমিনে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন দোকান ঘুরে পতাকা ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, ফুটবলপ্রেমীরা মনের ভাব প্রকাশ শুরু করেছেন পতাকা কিনে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহর মুন্সেফপাড়া এলাকার অন্নদা স্কুলের দশম শ্রেণির ছাত্র ইকরাম বলেন, আমি ৬ ফুটের একটা আর্জেন্টিনার পতাকা কিনেছি ৩০০ টাকা দিয়ে। সাথে বাংলাদেশের পতাকাও কিনেছি। ইকরাম আরও বলেন, আর্জেন্টিনার মেসির হাতে এবারের বিশ্বকাপ উঠবে এটাই প্রত্যাশা।
হালদারপাড়া এলাকার আরিয়ান খান ব্রাজিলের পতাকা কিনেছেন ২০০ টাকা দিয়ে। আরিয়ান মনে করেন এবার বিশ্বকাপ ব্রাজিল নিবে। রিকশাচালক স্বপন রিকশার সামনে লাগানোর বন্য আর্জেন্টিনার ছোট্ট একটি পতাকা কিনেছেন ৩০ টাকা দিয়ে।
ব্রাহ্মণবাড়িয়া ‘ফকিরাপুল’ এর সামনে অবস্থিত নিউ অনুপম পেপার হাউজের সত্ত্বাধিকারী রনজিৎ রায় বলেন, এবার পতাকা কম বিক্রি হচ্ছে। তবে সময় যত যাবে পতাকা বিক্রি বাড়বে।
কৃষ্ণ কলি পেপার হাউজের মালিক কমল রায় বলেন, গত রোববার থেকে বিক্রি বেড়েছে। সোমবার থেকে প্রত্যেকদিন ২০ থেকে ২৫টি করে পতাকা বিক্রি করছি।
তিনি জানান, অন্য দেশের পতাকার সাথে যেন বাংলাদেশের পতাকা সবাই কেনেন সেই পরামর্শও সবাইকে দেওয়া হয়।
কমল রায় বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়।
মুক্তির লড়াই ডেস্ক : 
























