
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিক খালি ৪ নং চান্দ্পুর ইউনিয়নের মঞ্জিলে কান্দা থেকে অভি নামের এক ছেলে নিখোঁজ হয়েছে।
সে ওই গ্রামের মোঃ শাহীন মিয়া ছেলে। মুহাম্মদ অভি গত ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১০ সময় নিজ বাড়ি থেকে হারিয়ে যায়। তার বয়স ৯ থেকে ১০ বছর, গায়ের রং ফর্সা এবং হালকা মোটা। তার পরনে ছিলো নেভি কালার হাফ হাতা গেঞ্জি।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে নিচের ঠিকায় যোগাযোগের জন্য তার পরিবার অনুরোধ জানিয়েছেন। ঠিকানা মানিক খালি বাজার, মঞ্জিলেকান্দা। অভি বড় ভাইয়ের নাম্বার মোঃ মুন্না 01307004511মোঃ উজ্জ্বল মেম্বার অথবা 01717686363
মুক্তির লড়াই ডেস্ক : 


























