মো জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলা নথুল্লাবাদ ইউনিয়নের প্রায় দুই যুগের কাছাকাছি পর ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৮ জুলাই) উপেজালা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন ও সদস্য সচিব মোঃ মুবিনুল ইসলাম স্বাক্ষরিত ৬৬ সদস্যের এ কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
কমিটিতে ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের এস্থায়ি বাসিন্দা মোঃ সোয়াইব ইসলাম রিদয় সভাপতি ও সৈয়দ রাহাত কে সাধারণ সম্পাদক এবং হাসিবুর রহমান রিদয় কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন, সিরাজুল ইসলাম লিংকন,এ সময় স্বাক্ষরিত ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের একটি বৃহত্তর ইউনিয়ন হওয়ার কারণে সংগঠনকে গতিশীল ও সুসংঘটিত করার লক্ষ্যে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মো সিরাজুল ইসলাম লিংকন কে ওয়ার্ড কমিটি গঠন সহ সকল সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি স্বাক্ষর ক্ষমতা প্রদান করার কথা উল্লেখ করা হয়।
সহ-সভাপতি পদে রয়েছেন আবির লস্কর, মো সবুজ ফকির, মো জসিম খান,মো হাবিবুর রহমান, রাজিব হোসেন, টিএম খলিল ও এনামুল সরদার। সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মো জহিরুল ইসলাম।
প্রায় দুই দশকের সময় পর ঘোষণা করা হয়।
এছাড়াও এই কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো নেছার উদ্দিন ও সহ-প্রচার সম্পদক পদে মো রাকিব হাওলাদার। দপ্তর সম্পাদক হয়েছেন মো নাহিদ নিয়াজ সাইমুন এবং সহ-দপ্তর সম্পাদক মো শাহেন শাহ খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাইনুল ইসলাম আবির শরিফ এবং সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো ইসমাইল। ক্রীড়া সম্পাদক ইমন হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার।