
মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘বিএনপির দুদিনের পদযাত্রায় যারা লাঠিসোটা নিয়ে অংশ নিচ্ছেন, তাদের শনাক্ত করছে পুলিশ। আমরা তাদের ভিডিও ফুটেজও সংগ্রহ করেছি।’ বুধবার রাতে গণমাধ্যম কে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যেসব শর্তে পদযাত্রার অনুমতি দেওয়া হয়েছে, তা ভঙ্গ করেছে তারা। মঙ্গলবার ও বুধবার রাজধানীতে বিএনপির পদযাত্রায় অনেক নেতাকর্মীর হাতে লাঠিসোটা দেখা গেছে।’
ঢাকা মহানগর পুলিশের একাধিক ডিসি এবং ওসির সঙ্গে কথা বলে জানা গেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পদযাত্রার ভিডিও ফুটেজ এবং ছবি সংগ্রহের কাজ তারা শুরু করেছেন।
মুক্তির লড়াই ডেস্ক : 
























