
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
২২ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ইতোমধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেখানে উদ্ধার কাজ শুরু করেছে। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. জহুরুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মুক্তির লড়াই ডেস্ক : 


























