ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কটিয়াদী কারবালার স্মরণে ইসলামী ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ কটিয়াদী মানিক খালি চান্দ্পুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কুরের পাড় দেওয়ান শাহ নিজ বাড়িতে দ্বিতীয়বারের মতোআহেলে বয়াত স্মরণ কারবালার স্মরণে ইসলামী ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার আসর হইতে মধ্যে রাত পর্যন্ত উত্তর মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আলী আহম্মদ সুন্নি আল কাদরী ফয়সালা বাদী বাজিতপুর। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মেরাজ উদ্দিন পশ্চিম পয়লানপুর। এই সময় আলোচনা রাখেন দেওয়ানশাহ।

প্রতি বছর মরহুম মাসে বাৎসরিক পহেলা রবিবার কারবালার স্মরণে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। প্রতিবছরই কারবালার কথা স্মরণ করে মিল্লাত মাহফিল আয়োজন করা হয়। ভবিষ্যতে ও আল্লাহ তায়ালা হুকুম আমরা মুসলমান যারা আছি ঈমানের সহিদ যাতে পালন করতে পারি। মহরম মাস হচ্ছে মূল্যবান এই, মাসটিকে মনে রেখে এবাদত করতে পারি। যাতে হযরত মাওলানা আলী আহমদ সুন্নি আল কাদেরী মুসুল্লিদের মধ্যে আলোচনা রাখেন মহরম মাস হাসান হোসেনর গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে যত ধাম দক্ষিণা করবেন এবং বেশি বেশি মিল্লাত মাহফিলের আয়োজন করিবেন ততই আল্লাহপাক আমাদের আপদ বিপদ হতে রক্ষা করিবেন। এই মহরম মাস গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসটি বেশি বেশি দরুদ শরিফ পড়ার কথা বলেন এবং বাবা-মার সেবা করার কথা বলেন মাওলানা সুন্নী আলী আহমদ আল কাদেরী সাহেব

আপলোডকারীর তথ্য

কটিয়াদী কারবালার স্মরণে ইসলামী ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ কটিয়াদী মানিক খালি চান্দ্পুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কুরের পাড় দেওয়ান শাহ নিজ বাড়িতে দ্বিতীয়বারের মতোআহেলে বয়াত স্মরণ কারবালার স্মরণে ইসলামী ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার আসর হইতে মধ্যে রাত পর্যন্ত উত্তর মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আলী আহম্মদ সুন্নি আল কাদরী ফয়সালা বাদী বাজিতপুর। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মেরাজ উদ্দিন পশ্চিম পয়লানপুর। এই সময় আলোচনা রাখেন দেওয়ানশাহ।

প্রতি বছর মরহুম মাসে বাৎসরিক পহেলা রবিবার কারবালার স্মরণে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। প্রতিবছরই কারবালার কথা স্মরণ করে মিল্লাত মাহফিল আয়োজন করা হয়। ভবিষ্যতে ও আল্লাহ তায়ালা হুকুম আমরা মুসলমান যারা আছি ঈমানের সহিদ যাতে পালন করতে পারি। মহরম মাস হচ্ছে মূল্যবান এই, মাসটিকে মনে রেখে এবাদত করতে পারি। যাতে হযরত মাওলানা আলী আহমদ সুন্নি আল কাদেরী মুসুল্লিদের মধ্যে আলোচনা রাখেন মহরম মাস হাসান হোসেনর গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে যত ধাম দক্ষিণা করবেন এবং বেশি বেশি মিল্লাত মাহফিলের আয়োজন করিবেন ততই আল্লাহপাক আমাদের আপদ বিপদ হতে রক্ষা করিবেন। এই মহরম মাস গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসটি বেশি বেশি দরুদ শরিফ পড়ার কথা বলেন এবং বাবা-মার সেবা করার কথা বলেন মাওলানা সুন্নী আলী আহমদ আল কাদেরী সাহেব