
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : লাকসাম উপজেলা মহিলা আওয়ামি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, শনিবার (১০ ডিসেম্বর) লাকসাম উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে সকাল ১১ ঘটিকায়। উদ্বোধন করেন, জনাবা অধ্যাপক জাবেদা খাতুন পারুল, (সাবেক এমপি) সভাপতি কুমিল্লা দঃ জেলা মহিলা আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সম্মেলনে মনোয়ারা সুলতানা মুন্নিকে সভাপতি ও পড়শী সাহাকে সাধারণ সম্পাদক করে উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক জনাবা মোসাঃ রাশিদা বেগম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাবা কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক, কুমিল্লা দঃ জেলা মহিলা আওয়ামী লীগ। জনাবা নাহিদ সুলতানা, রাশিদা আক্তার, সহ-সভাপতি, কুমিল্লা দঃ জেলা মহিলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাড. মোঃ ইউনুছ ভুঁইয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সভাপতি, লাকসাম উপজেলা আওয়ামী লীগ। মহব্বত আলী সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ এবং অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরা সাধারণ সম্পাদক পৌরসভা আওয়ামী লীগ। লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আর আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ, আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে।
মন্ত্রী আরও বলেন, আমি এলাকায় চেয়ারম্যান-মেম্বার মনোনয়ন দিয়েছি। এখানে কোন মনোনয়ন বাণিজ্য হয় না। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র-কাউন্সিলর মনোনয়ন দেয়ার আগে অন্ততঃ একবছর তাদের কর্মকাণ্ড স্কোরিং করি। জনগণের কল্যাণে যাকে উপযুক্ত মনে হয়েছে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। শুকরিয়া এদের কেউ আমাকে নিরাশ করেনি। ভবিষ্যতেও তারা আমাকে নিরাশ করবেনা বলে আমি বিশ্বাস করি।
মুক্তির লড়াই ডেস্ক : 



























