
মহিউদ্দিন মহি, ফেনী প্রতিনিধি:
আজ ১১ই ডিসেম্বর রবিবার সকালে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের এলামনাই এসোসিয়েশন উদ্যেগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এলামনাই এসোসিয়েশন ও গভর্নিং বডির সভাপতি শেখ আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এলামনাই এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক হারুন_উর_রশিদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের মজুমদার।
এসময় সার্বিক সহযোগিতায় এলামনাই এসোসিয়েশন এর সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ ভুঁইয়া,সহ সভাপতি এনামুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান চৌধুরী মুরাদ, সহ সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন রইছ ভুঁইয়া(সুমন), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, দপ্তর সম্পাদক মসিহ্ উদ্দিন রইছ ভুঁইয়া (মুক্তা), সাংগঠনিক সম্পাদক যামাল ইউ এম চৌধুরী, সদস্য শাহাদাৎ হোসেন চৌধুরী মাসুদ, সদস্য আনিসুর রহমান প্রমুখ।