ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে চায়না জাল জব্দ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা সহ নিকরাইল গোবিন্দাসী ইউনিয়নে কিছু অংশে যমুনা নদী থেকে মাছ ধরার ৩১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলার গোবিন্দাসী পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রবিবার (৬ আগস্ট) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ভূঞাপুরের যমুনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পেতে রাখা নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে। এসময় অভিযান পরিচালনা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির এসআই কমল চন্দ্র সরকার ও তার সঙ্গীও ফোর্স। পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে পোড়ান হয়।

উল্লেখ্য যে, চায়নার রিং জাল বা ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা হয়। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দু’মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে।

এ বিষয়ে উপজেলার গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কমাল হোসেন ও এসআই কমল চন্দ্র সরকার জানান প্রায় সারাদিনব্যাপী অভিযানে যমুনা নদীতে পাতানো অবস্থায় উদ্ধারকৃত ম্যাজিক চায়না দুয়ারী জাল সর্বমোট ৩১ টি উদ্ধার করে, পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে পোড়ানো হয়।

আপলোডকারীর তথ্য

ভূঞাপুরে চায়না জাল জব্দ

আপডেট সময় ১০:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা সহ নিকরাইল গোবিন্দাসী ইউনিয়নে কিছু অংশে যমুনা নদী থেকে মাছ ধরার ৩১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলার গোবিন্দাসী পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রবিবার (৬ আগস্ট) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ভূঞাপুরের যমুনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পেতে রাখা নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে। এসময় অভিযান পরিচালনা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির এসআই কমল চন্দ্র সরকার ও তার সঙ্গীও ফোর্স। পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে পোড়ান হয়।

উল্লেখ্য যে, চায়নার রিং জাল বা ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা হয়। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দু’মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে।

এ বিষয়ে উপজেলার গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কমাল হোসেন ও এসআই কমল চন্দ্র সরকার জানান প্রায় সারাদিনব্যাপী অভিযানে যমুনা নদীতে পাতানো অবস্থায় উদ্ধারকৃত ম্যাজিক চায়না দুয়ারী জাল সর্বমোট ৩১ টি উদ্ধার করে, পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে পোড়ানো হয়।