
পাবনা প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন দের জন্য নির্মিত চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে পাবনা জেলার ৬৪৬ টি ঘর হস্তান্তরের মাধ্যমে পাবনা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) সকাল দশটায় পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা আশ্রয়ন প্রকল্প এলাকায় গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন কালে তিনি এ ঘোষনা প্রদান করেন ।
অনুষ্ঠানে চতুর্থ ধাপের দ্বিতীয় ধাপে পাবনার বেড়া উপজেলা সহ চাটমোহরে ৭৮ টি, ভাঙ্গুরায ৪১ টি, ফরিদপুর ১১৩ টি,সুজানগরে ৫৩ টি এবং বেড়ায় ৬৩০ টি ঘর হস্তান্তর করা হয় । ইতিমধ্যেই উপকার ভোগী বাছাই করে নামজারি ও দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
এর আগে পাবনার ৪ টি উপজেলা , ঈশ্বরদী, আটঘরিযা, সাঁথিয়া ও পাবনা সদর কে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছিল । এবার বাকী ৫টি উপজেলা, চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর, বেড়া ও সুজানগর কেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হলো ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা ২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবীর, রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান রুহুল কবির, পাবনা জেলা প্রশাসক আসাদুজ্জামান সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
																			 মুক্তির লড়াই ডেস্ক :
																মুক্তির লড়াই ডেস্ক :								 


























