পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে ।তার নাম শেখ শাহানুর (৩২)। সে আহম্মদপুর ইউনিয়ন যুবলীগের কর্মী।
বুধবার (৯ আগষ্ট) দুপুরে উপজেলার চন্ডিপুর রেল স্টেশনের পাশে এসে ঘটনা ঘটে। নিহত শেখ শাহানুর আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কার এর ছেলে। এ ঘটনায় মানিক ও মনির নামক দুইজন কে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। তারা চন্ডিপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘটনা স্হলে একটা মেয়ে নিয়ে বিরোধের জেরে এলাকার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিরোধী পক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করা হয়। আহত অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল লতিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজন কে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৬:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- ৩০০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ