
শফিউল হক রানা, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌরসভায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের কর মওকুফের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
তিনি তার প্রথম কর্মদিবসে কক্সবাজার শহরের কোন সড়কে অবৈধ দখলদার থাকবেনা জানিয়েছেন। কেন্দ্রীয় বাস টার্মিনালসহ আশপাশের এলাকাও যানজটমুক্ত করা হবে। পার্কিং’র জন্য আলাদা জায়গা তৈরি করা হবে। রোববার দুপুরে মেয়রের দায়িত্ব গ্রহনের পর প্রথম কর্মদিবসে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এদিন মেয়র পৌরসভা নিয়ে আগামী ৬ মাসের একটি পরিকল্পনার কথা জানান। মেয়র শুরুতে পৌরসভায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের কর মওকুফের কথা বলে ফাইলে স্বাক্ষর করেন। তার পরিকল্পনার মধ্যে আরো রয়েছে, রাত্রিকালীন ময়লা- আবর্জনা সংগ্রহ, বাসা হোটেল রেস্তোরাঁয় পলিব্যাগ ব্যবহার, সকল বড় মাঝারি আকারের ছড়া- খাল ও নালা নর্দমা পরিস্কার রাখা, পৌরসভার জায়গা দখলমুক্ত করা, কস্তুরাঘাট, জেটি ঘাট খনন, হকারদের স্থায়ী পূর্ণবাসন, ১৮ বছরের নিচে কেউ টমটম চালাতে পারবেনা, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, পৌরসভাকে নতুন করে ঢেলে সাজানো, কর্মকর্তা – কর্মচারিদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ আগামী ছয় মাসের ২৪ টি কর্মপরিকল্পনা ঘোষনা করেন। তিনি বলেন, ‘অল্প বয়সী অনেক কিশোরের হাতে টমটম।তাদের কোন দক্ষতা ও অভিজ্ঞতা নেই। এজন্য ১৮ বছরের নিচে এবং রোহিঙ্গারা টমটম চালাতে পারবেনা। প্রয়োজনে টমটমের লাইসেন্স বাতিল করা হবে। এসময় তিনি গত ১২ জুন পৌরসভা নির্বাচনে তাঁকে নির্বাচিত করায় পৌরবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সকালে নবনির্বাচিত মেয়র জাতির পিতার প্রতিকৃতিতে মাল্য দান, ১৫ আগষ্টে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনে অংশ নেয়।সেখান থেকে তিনি দুপুরে পৌরসভার হল রুমে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিল গণ উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























