
২১ আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করে নেতাকর্মীদের হত্যা এবং আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ও নিহত নেতাকর্মীদের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার ও সাধারণ সম্পাদক লিটন সরকার এর নেতৃত্বে পৃথক ভাবে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। (২১ আগষ্ট – সোমবার) সকাল ১১ কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম বিশ্বরোডের চান্দিনা-বাগুর বাস্ট্যান্ডে সাধারণ সম্পাদক লিটন সরকারের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেলা বারটায় জিএস সুমন সরকার এর নেতৃত্বে দাউদকান্দি বিশ্বরোড অংশে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, একুশে আগস্টে আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা করতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই হামলা করা হয়েছিলো। একুশে আগষ্টের মাস্টারমাইন্ড পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জোর দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, যারা জঙ্গিবাদ কায়েম করতে চায়, কথায় কথায় মানুষ হত্যা করতে চায়, স্বাধীন বাংলাদেশের জনগণ ঐ খুনি সন্ত্রাসী বিএনপি জামাতকে আর দেখতে চায় না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীসহ উপজেলা পর্যায়ের সকল ইউনিটের নেতৃবৃন্দ।
এসয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী সুমন। 


























