ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তুমি যখন বৃষ্টি হয়ে নামো

সেন্টু রঞ্জন চক্রবর্তী

তুমি যখন বৃষ্টি হয়ে নামো
নেচে বেড়াও আমার উঠুন জুড়ে,
আমি তখন বাড়িয়ে দুহাত তোমায়
নেই কুড়িয়ে ভীষণ আপন করে।

তুমি আমায় ভিজিয়ে দিয়ে
কি মহিমায় খেলো কি যে খেলা,
বৃষ্টিতো নয় এ যেনোগো
স্বর্গ সুখের অপার শান্তি মেলা।

তুমি যখন আসো নেমে
দিনের আলো হারায় আঁধার কোলে,
রোজ বিকেলে বিদায় মাগে
সারা দিনের সকল কথা সকল ব্যথা ভুলে।

তোমায় দেখে চাঁদের আলো
পথ দেখিয়ে যখন নিয়ে আসে,
আকাশ ভরা তারারা সব লজ্জা পেয়ে
মুখ লুকিয়ে হাসে।

সন্ধ্যারতির জ্বালিয়ে আলো জোনাকিরা
প্রার্থনাতে যাচে যেমন সুখ,
তেমনি আমি মিটাই মনের জ্বালা
বৃষ্টি ভিজে শান্ত করি অগ্নিদগ্ধ বুক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুমি যখন বৃষ্টি হয়ে নামো

আপডেট সময় ০৯:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

সেন্টু রঞ্জন চক্রবর্তী

তুমি যখন বৃষ্টি হয়ে নামো
নেচে বেড়াও আমার উঠুন জুড়ে,
আমি তখন বাড়িয়ে দুহাত তোমায়
নেই কুড়িয়ে ভীষণ আপন করে।

তুমি আমায় ভিজিয়ে দিয়ে
কি মহিমায় খেলো কি যে খেলা,
বৃষ্টিতো নয় এ যেনোগো
স্বর্গ সুখের অপার শান্তি মেলা।

তুমি যখন আসো নেমে
দিনের আলো হারায় আঁধার কোলে,
রোজ বিকেলে বিদায় মাগে
সারা দিনের সকল কথা সকল ব্যথা ভুলে।

তোমায় দেখে চাঁদের আলো
পথ দেখিয়ে যখন নিয়ে আসে,
আকাশ ভরা তারারা সব লজ্জা পেয়ে
মুখ লুকিয়ে হাসে।

সন্ধ্যারতির জ্বালিয়ে আলো জোনাকিরা
প্রার্থনাতে যাচে যেমন সুখ,
তেমনি আমি মিটাই মনের জ্বালা
বৃষ্টি ভিজে শান্ত করি অগ্নিদগ্ধ বুক।