
ছাই ইউয়ে মুক্তা: দক্ষিণ আফ্রিকা ফুটবল সমিতির সঙ্গে জোহানেসবার্গে সহযোগিতা-স্মারক স্বাক্ষর করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। এতে দু’পক্ষ ফুটবলসংশ্লিষ্ট যোগাযোগ বাড়াতে একমত হয়।
চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই স্যিয়ং ও দক্ষিণ আফ্রিকার ফুটবল সমিতির চেয়ারম্যান ড্যানি জর্ডান স্মারকলিপি বিনিময় করেন।
এ সময় শেন হাই স্যিয়ং বলেন, সিএমজি ও দক্ষিণ আফ্রিকার ফুটবল সমিতি ফুটবলের মাধ্যম বন্ধুত্ব গভীরতর করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারে। দু’পক্ষ যৌথভাবে দু’দেশের ফুটবলের উন্নয়নে কাজ করবে ও ফুটবল সংস্কৃতি প্রচার করবে।
জবাবে ড্যানি জর্ডান চীনকে ক্রীড়া খাতে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সিএমজি’র অলিম্পিক গেমস ও বিশ্বকাপসহ বিভিন্ন বড় আকারের গেমস সম্প্রচারের অভিজ্ঞতা বেশি। তিনি সিএমজি-কে দক্ষিণ আফ্রিকার ফুটবলের ওপর মনোযোগ দিতে অনুরোধ জানান। ফুটবল খাতে দু’দেশের যোগাযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।