মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে রাজু (৩২) নামের একজনকে হত্যার ঘটনা দায়ের করা মামলার প্রধান পরিকল্পনাকারী শাহেনশাহকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪। বৃহস্পতিবার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম বলেন, গত ২৩ জুলাই রাজু পল্লবী এলাকায় আসামি সামসাদ আলীর (গুল্লা) সঙ্গে মোবাইলে লুডু খেলছিলেন। একপর্যায়ে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি হলে সামসাদ আপত্তিকর ভাষায় রাজুকে গালিগালাজ করেন।
এ সময় রাজু প্রতিবাদ করায় পাশেই অবস্থান করা শাহেনশাহ ও তার প্রধান সহযোগীরা ফোন করে ঘটনাস্থলে ডেকে এনে রাজুর ওপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।
এতে রাজু গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং আর্তচিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় রাজুকে তার স্ত্রী এবং প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত ২৬ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাজহারুল ইসলাম বলেন, এই চাঞ্চল্যকর ঘটনায় ভিকটিমের স্ত্রী পল্লবী থানায় শাহেনশাহসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব-৪ ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং হত্যার প্রধান পরিকল্পনাকারী শাহেনশাহকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।