ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উখিয়ায় কলেজ শিক্ষক খুন Logo রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ Logo ঈশ্বরগঞ্জে সেতু নির্মান কাজে অনিয়মের অভিযোগ Logo লালমনিরহাটে নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশুর মরদেহ উদ্ধার Logo কম্বোডিয়া ও চীনের মধ্যে চলচ্চিত্র-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি Logo চীনে ভ্রমণের জন্য সুবিধাজনক ও বন্ধুত্বপূর্ণ ভোক্তা পরিবেশ তৈরি Logo চীন ও কম্বোডিয়া মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার পথে Logo কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ডিজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

মো:নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকাঃ

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দীনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
ওই দুর্ঘটনায় তার চরম অদক্ষতার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। এরইমধ্যে স্বরাষ্ট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চিঠিতে সই করেছেন মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম। এতে বলা হয়, তদন্তের ওই সুপারিশে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. মো. মাইন উদ্দীনের চরম অদক্ষতার কারণে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ তার ছোট ভাই নুর উদ্দিন আনিস, সালাউদ্দিন ও তাদের সিন্ডিকেটের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননাসহ নিয়োগ বাণিজ্য, বদলী বাণিজ্য, টেন্ডারবাজি ও অন্যান্য খাতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন থেকে অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) ফয়সল আহমেদ এবং সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা-৩ শাখা) আফরোজা আক্তার রিবার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে আনীত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন থেকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আসলে মন্ত্রণালয়ে একটি তদন্ত কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

ডিএসসিসির তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বঙ্গবাজার কমপ্লেক্সে আগুনের ঘটনায় ৩০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে রাজস্ব বিভাগ ও মার্কেট নির্মাণ সেল থেকে পাওয়া তথ্য এবং প্রকৌশলীদের হিসাব অনুযায়ী মার্কেটগুলোর কাঠামোগত দিক বিবেচনায় আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৪ কোটি ৭০ লাখ টাকা।

আপলোডকারীর তথ্য

উখিয়ায় কলেজ শিক্ষক খুন

SBN

SBN

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ডিজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৬:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

মো:নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকাঃ

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দীনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
ওই দুর্ঘটনায় তার চরম অদক্ষতার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। এরইমধ্যে স্বরাষ্ট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চিঠিতে সই করেছেন মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম। এতে বলা হয়, তদন্তের ওই সুপারিশে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. মো. মাইন উদ্দীনের চরম অদক্ষতার কারণে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ তার ছোট ভাই নুর উদ্দিন আনিস, সালাউদ্দিন ও তাদের সিন্ডিকেটের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননাসহ নিয়োগ বাণিজ্য, বদলী বাণিজ্য, টেন্ডারবাজি ও অন্যান্য খাতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন থেকে অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) ফয়সল আহমেদ এবং সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা-৩ শাখা) আফরোজা আক্তার রিবার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে আনীত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি উপবিভাগের উপসচিব জাহিদুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন থেকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আসলে মন্ত্রণালয়ে একটি তদন্ত কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

ডিএসসিসির তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বঙ্গবাজার কমপ্লেক্সে আগুনের ঘটনায় ৩০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে রাজস্ব বিভাগ ও মার্কেট নির্মাণ সেল থেকে পাওয়া তথ্য এবং প্রকৌশলীদের হিসাব অনুযায়ী মার্কেটগুলোর কাঠামোগত দিক বিবেচনায় আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৪ কোটি ৭০ লাখ টাকা।