
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্র নিহত। জানা গেছে, বৃহস্পতিবার (০৭/০৯/২৩) দুপুরে আশাশুনি থেকে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন নিজ গ্রামে বলাবাড়িয়াতে সুব্রত সরকার বাপ্পি (৩০) তার স্ত্রী শ্যামলী সরকার ও পুত্র পবিত্র সরকার (৪)। তারা যখন আশাশুনি টু ঘোলা সড়কের কেরানি মোড় নামক স্থানে, তখন ঘোলা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে একটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে, নিহত হন মোটরসাইকেল চালক সুব্রত সরকার বাপ্পি ও তার পুত্র পবিত্র সরকার। এসময় তার স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হয়। আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মীরা আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বলেন, ঘাতক চালককে গ্রেফতার করেছেন এবং নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
 
																			 মুক্তির লড়াই ডেস্ক :
																মুক্তির লড়াই ডেস্ক :								 


























