সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস’২২ উপলক্ষে আমতলী পৌরসভার পক্ষ থেকে আমতলী উপজেলার সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল চারটার সময়ে আমতলী পৌরসভার আয়োজনে পৌর এলাকায় বঙ্গবন্ধু মুরাল চত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুদ্দিন শান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমতলীতে থানা দখলমুক্ত পরবর্তী অন্তবর্তী কালীন আমতলী থানার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম পাশা তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান, বরগুনা জেলা পরিষদ সদস্য আহুরুজ্জামান আলমাস খান, আমতলী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান মনি, আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাকে মাঝে পৌর মেয়র মতিয়ার রহমান এর পক্ষ থেকে বিভাগে উপহার সামগ্রী প্রদান করা হয়।