ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদিত Logo চাঁদপুরে সাড়ে সাত লক্ষ টাকা মূল্যের ২৫ কেজি গাজা জব্দ Logo মাতৃত্ব নয় বরং মাকে ব্যক্তিমানুষ হিসেবে মহিমান্বিত করুন : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী Logo ৮ বছরে ও সড়কে সংস্কারের ছোঁয়া লাগেনি কোরপাই মনঘাটা-আবিদপুর সড়কে Logo আওয়ামীলীগ পালিয়েছে বলায় বিএনপির ৪কর্মীকে কুপিয়ে জখম Logo সেন্টমার্টিনে কোস্ট গার্ডের সপ্তাহ ব্যাপী জনসচেতনতা বৃদ্ধি ও সেবামূলক কার্যক্রম গ্রহণ Logo হিজলায় ড্রেজার বাল্কহেড ও নগদ টাকা সহ ৬ দুষ্কৃতিকারীকে আটক Logo নারায়ণগঞ্জে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ Logo লাকসাম প্রেসক্লাবে বদিউল আলম সভাপতি. ফারুক আল শারাহ সম্পাদক নির্বাচিত Logo আস-সুন্নাহ’র ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে ঘর প্রদান

সাতক্ষীরাতে তিনশত বছেরর ঐতিহ্য মনসা পূজা অনুষ্ঠিত ও গুঁড় পুকুর মেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি :

সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতির উৎসব মনসা পূজা। তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা হয় শহরের এক শহরের প্রায় প্রাণ কেন্দ্রে পলাশপোল মনসা তলা পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। কিন্তু এবছর পূজা শুরুর দিন মেলা হচ্ছে না। মেলা শুরু হচ্ছে পূজার পরের দিন থেকে।

সোমবারব (১৮ই সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে গুঁড় পুকুর বটতলায় মন্ত্র জপ, হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শঙ্খ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। আজ সকাল থেকে দিন ব্যাপী চলছে বট তলায় মনসা পূজা।

হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপকরণ নিয়ে মনসা পূজা দিচ্ছেন। এ সময় পুরোহিতের মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর এবং সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ ও দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করেন দেবীর নিকট।

এ ছাড়া পুজাকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মাস ব্যাপী চলবে” গুঁড় পুকুর মেলা “শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। মেলার আয়োজনের জন্য পার্কে চলছে নানা ধরনের সাজসজ্জা, দেশের ৬৪ জেলা থেকে আসা নানা রকমারি দোকান। এ সব দোকানে পাওয়া যাবে দেশি – বিদেশী নানা পন্য। এছাড়াও থাকছে নানা রকমের তৈজসপত্র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদিত

SBN

SBN

সাতক্ষীরাতে তিনশত বছেরর ঐতিহ্য মনসা পূজা অনুষ্ঠিত ও গুঁড় পুকুর মেলা শুরু

আপডেট সময় ০১:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরা প্রতিনিধি :

সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতির উৎসব মনসা পূজা। তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা হয় শহরের এক শহরের প্রায় প্রাণ কেন্দ্রে পলাশপোল মনসা তলা পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। কিন্তু এবছর পূজা শুরুর দিন মেলা হচ্ছে না। মেলা শুরু হচ্ছে পূজার পরের দিন থেকে।

সোমবারব (১৮ই সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে গুঁড় পুকুর বটতলায় মন্ত্র জপ, হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শঙ্খ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। আজ সকাল থেকে দিন ব্যাপী চলছে বট তলায় মনসা পূজা।

হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপকরণ নিয়ে মনসা পূজা দিচ্ছেন। এ সময় পুরোহিতের মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর এবং সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ ও দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করেন দেবীর নিকট।

এ ছাড়া পুজাকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মাস ব্যাপী চলবে” গুঁড় পুকুর মেলা “শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। মেলার আয়োজনের জন্য পার্কে চলছে নানা ধরনের সাজসজ্জা, দেশের ৬৪ জেলা থেকে আসা নানা রকমারি দোকান। এ সব দোকানে পাওয়া যাবে দেশি – বিদেশী নানা পন্য। এছাড়াও থাকছে নানা রকমের তৈজসপত্র।