
নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা সদরে কাজদিয়া মডেল ভিলেজে গোলাম মোরতোজা স্মৃতি সংঘ কতৃক আয়োজিত শেখ জাকির হোসেন স্মৃতি ৮ দলীয় সিক্সার সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ২২ সেক্টেম্বর শুক্রবার বিকালে কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (চালতেলা) মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন।
সৈয়দ মাহমুদ আলীর সভাপতিত্বে, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, ইউপি সদস্য আওরঙ্গজেব সর্ন, শেখ আলতাফ মাহামুদ, আলম শেখ।
উপস্থিত ছিলেন আওয়মীলীগ নেতা আমান গাজী, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা খান জাহিদ হাসান, হামিম কবির রুবেল, উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান হেলাল, টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জ্যাকি ইসলাম সজল, মারুফ হোসেন, ছালাম শেখ, মোঃ মনিরুল ইসলাম মন্টু, সৈয়দ শাহিনুর, সৈয়দ লালন, ফারুক শেখ, শেখ শাহাজাদা আলমগীর, কামরুল শেখ, জামাল শেখ, সোহাগ শেখ, মোঃ আনিসার রহমান, তামহিদ বাশার তিশাদ, তুহিন, লিমন, সৈয়দ মানিক, আরাফাত শেখ, শাহাজান শেখ, আয়ুব খান, মুশফিকুর রহমান সুমন, সৈয়দ ইসা প্রমূখ।
উদ্বোধনী খেলায় দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে অংশ গ্রহণ করে , এস এ ডট নেট সিক্সার সাইড বনাম আসাদ সিক্সার সাইড। খেলায় গোল শুন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে সাব্বিরের গোলে ১-০ তে আসাদ সিক্সার সাইড কাছে এস এ ডট নেট সিক্সার সাইড পরাজিত হয়।
দ্বিতীয় ম্যাচে অংশ গ্রহন করে ঈদগাহ সিক্সার সাইড বনাম ফ্রেন্ড সিক্সার সাইড। খেলায় গোল শুন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে সজল এবং নিপুর গোলে ২-০ তে ফ্রেন্ড সিক্সার সাইড এর কাছে ঈদগাহ সিক্সার সাইড পরাজিত হয়।
খেলা পরিচালনার দ্বায়িত্ব পালন করেন, মোঃ সাইফুল ইসলাম পাইক।
মুক্তির লড়াই ডেস্ক : 


























