এস এম আলমগীর চাঁদ,
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনা জেলা গোয়েন্দা শাখার পৃথক পৃথক অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে ০১ (এক) কেজি গাঁজা এবং অন্য একজন মাদক ব্যবসায়ীকে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ডিবির ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে শনিবার (২৩ সেপ্টেম্বর) ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সাগর কুমার সাহা এএসআই (নিরস্ত্র) মোঃ সুলতান আলী শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন জালালপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী জালালপুর নতুন পাড়া গ্রামের মৃত হযরত মোল্লার ছেলে ১। মোঃ নুহু মোল্লা (৪০), কে মাদক দ্রব্য ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা অপর একটি টিম এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিরস্ত্র) মোঃ মামুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন বনগ্রাম মালপাড়া দক্ষিনপাড়া জামে মসজিদের সামনে অভিযান পরিচানা করে মাদক ব্যবসায়ী বনগ্রাম মালপাড়া গ্রামের মোঃ মিন্টু মোল্লার ছেলে ১. মোঃ বাচ্চু মোল্লা (২৭), কে ১০০ (একশত) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় এবং আতাইকুলা থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।