ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে Logo মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলা মামলায় পুনরায় তদন্তে নেমেছে পিবিআই Logo দৈনিক মুক্তির লড়াইয়ে সংবাদ প্রকাশের পর চান্দিনায় সরকারি খাল উদ্ধার Logo ​খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন Logo ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারিত্বে আস্থা প্রকাশ দুই নেতার Logo ৫০ বছরের মৈত্রীর বন্ধনে নতুন অধ্যায় সূচনার আহ্বান সি চিন পিংয়ের Logo আবুজা ও লেবাননে চীনা শান্তিরক্ষীদের অবদানে জাতিসংঘের স্বীকৃতি Logo লালমনিরহাটের কালীগঞ্জে ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ী Logo বালিয়াডাঙ্গীতে কয়েক সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম; ক্ষতিগ্রস্ত ৩শতাধিক পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশসেরা ব্র্যাক ইউনিভার্সিটি

মো: নাজমুল হোসেন ইমন,
স্টাফ রিপোর্টার

বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পেছনে ফেলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। গতকাল বুধবার ২০২৪ সালের এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়। এতে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

র‍্যাঙ্কিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটি বৈশ্বিকভাবে ৮০১-১০০০তম অবস্থানে রয়েছে। এই অর্জন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ব্র্যাক ইউনিভার্সিটি এবারই প্রথম টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে অংশ নিয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ এক বিবৃতিতে বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি সামগ্রিকভাবে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে; যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ইতিবাচক প্রভাবের গুণমানের সাক্ষ্য। গবেষণা মানের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৫৩৩তম অবস্থানে রয়েছে এবং সাইটেশন ইমপ্যাক্টে ব্র্যাক ইউনিভার্সিটি ৯৯.৮ স্কোর অর্জন করেছে, যা এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার তাৎপর্যপূর্ণ প্রভাবেরই প্রতিচ্ছবি।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ এ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১০৮টি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেয়। বিশ্বব্যাপী এই তালিকায় ৮০১ থেকে ১০০০তমের মধ্যে ব্র্যাক, ঢাবি, জাবি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্থান হয়েছে।

তালিকায় স্থান পাওয়া দেশের শীর্ষ অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

গত বছরের টাইমস হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০-এর মধ্যে।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

এবারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান তালিকার ২০১-২৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ভারতের সেরা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো—জামিয়া মিলিয়া ইসলামিয়া, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, আলাগাপ্পা ইউনিভার্সিটি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

SBN

SBN

ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশসেরা ব্র্যাক ইউনিভার্সিটি

আপডেট সময় ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

মো: নাজমুল হোসেন ইমন,
স্টাফ রিপোর্টার

বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পেছনে ফেলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। গতকাল বুধবার ২০২৪ সালের এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়। এতে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

র‍্যাঙ্কিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটি বৈশ্বিকভাবে ৮০১-১০০০তম অবস্থানে রয়েছে। এই অর্জন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ব্র্যাক ইউনিভার্সিটি এবারই প্রথম টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে অংশ নিয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ এক বিবৃতিতে বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি সামগ্রিকভাবে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে; যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ইতিবাচক প্রভাবের গুণমানের সাক্ষ্য। গবেষণা মানের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৫৩৩তম অবস্থানে রয়েছে এবং সাইটেশন ইমপ্যাক্টে ব্র্যাক ইউনিভার্সিটি ৯৯.৮ স্কোর অর্জন করেছে, যা এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার তাৎপর্যপূর্ণ প্রভাবেরই প্রতিচ্ছবি।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ এ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১০৮টি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেয়। বিশ্বব্যাপী এই তালিকায় ৮০১ থেকে ১০০০তমের মধ্যে ব্র্যাক, ঢাবি, জাবি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্থান হয়েছে।

তালিকায় স্থান পাওয়া দেশের শীর্ষ অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

গত বছরের টাইমস হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০-এর মধ্যে।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

এবারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান তালিকার ২০১-২৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ভারতের সেরা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো—জামিয়া মিলিয়া ইসলামিয়া, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, আলাগাপ্পা ইউনিভার্সিটি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।