সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েক মিনিটের টর্নেডোর তান্ডবে ঘরবাড়ি লণ্ডভণ্ড।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় টর্নেডোর তান্ডবে ১৫টির মতো ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। বেশ কিছু গাছ পালা উপড়ে পড়ে যায়, ঘরের টিন উড়ে গিয়ে অনেক দূরে পরতে দেখা যায় এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, সারাদিন ধরেই ভারি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ওখানকার ১৫-২০টি টিনশেড বসতঘর ও দোকানপাটে আঘাত হানে টর্নেডো। টিন উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন,ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে ১২ টি পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।