ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা Logo চীনের অর্থনীতি: চাপ সামলেও শক্তিশালী অগ্রগতি Logo বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ার লক্ষ্যে চীন Logo ইউনিট ৭৩১: সংগঠিত রাষ্ট্রীয় অপরাধের অকাট্য প্রমাণ Logo আবুধাবিতে ওয়াং ই–শেখ আবদুল্লাহ বৈঠক Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল -আশুগঞ্জ) উপনির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

দীপক কুমার দেবনাথ,
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বুধবার(১১অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন করেছেন।এদের মধ্যে ৩ জন দলীয় ও ৩ জন স্বতন্ত্র।

এদের মধ্যে আওয়ামী লীগের-১, জাতীয় পার্টির-১ ও জাকের পার্টির ১ জন। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনজন। সরজমিনে, দলীয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়পত্র জমা দেয়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই নেতাকর্মীদের আনাগোনা ছিল বেশী। সকাল ৯টার পর থেকেই সরাইল-অরুয়াইল সড়কের সরাইল সদরে যানযটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে উপজেলা চত্বরেও মানুষের ভীর বাড়তে থাকে। সকাল ১১টার পর মিছিলে মিছিলে সরগরম হয়ে ওঠে সরাইল সদর। বেলা ১২টার পর মিছিল সহকারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন মিছিল সহকারে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জিএম কাদের গ্রুপ) মনোনিত (লাঙ্গল) প্রার্থী মো: আব্দুল হামিদ খান । উনার সাথে ছিলেন সরাইল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাপা’র নেতৃবৃন্দরা।

এরপরই আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। উনার সাথে আশুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় সাথে ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলী, বর্তমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি ও ছাত্রলীগের সাবেক সম্পাদক হাফেজুল আসাদ সিজার প্রমুখ।

বেলা ১টার দিকে মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের মহাজোটের সাবেক দুইবারের সাংসদ জাপা’র (রওশন এরশাদ পন্থী) নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা।

বিকেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টির মো. রাজ্জাক হোসেন ও সরাইল সদরের সৈয়দটুলা গ্রামের মো. ইব্রাহিম। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল।

মনোনয়নপত্র জমার শেষ দিনে পূর্ব থেকেই যেকোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পূর্ব থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সকাল থেকে যদিও মিছিলে মিছিলে কিছুটা সরগরম ছিল উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়ক। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা নিয়েছি। ২জন দলীয়সহ মোট ৫ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের এখান থেকে মনোনয়নপত্র বিক্রয় হয়েছে ৪টি আর জমা পড়েছে ৫টি।

উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়া গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা

SBN

SBN

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল -আশুগঞ্জ) উপনির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট সময় ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

দীপক কুমার দেবনাথ,
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বুধবার(১১অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন করেছেন।এদের মধ্যে ৩ জন দলীয় ও ৩ জন স্বতন্ত্র।

এদের মধ্যে আওয়ামী লীগের-১, জাতীয় পার্টির-১ ও জাকের পার্টির ১ জন। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনজন। সরজমিনে, দলীয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়পত্র জমা দেয়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই নেতাকর্মীদের আনাগোনা ছিল বেশী। সকাল ৯টার পর থেকেই সরাইল-অরুয়াইল সড়কের সরাইল সদরে যানযটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে উপজেলা চত্বরেও মানুষের ভীর বাড়তে থাকে। সকাল ১১টার পর মিছিলে মিছিলে সরগরম হয়ে ওঠে সরাইল সদর। বেলা ১২টার পর মিছিল সহকারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন মিছিল সহকারে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জিএম কাদের গ্রুপ) মনোনিত (লাঙ্গল) প্রার্থী মো: আব্দুল হামিদ খান । উনার সাথে ছিলেন সরাইল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাপা’র নেতৃবৃন্দরা।

এরপরই আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। উনার সাথে আশুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় সাথে ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলী, বর্তমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি ও ছাত্রলীগের সাবেক সম্পাদক হাফেজুল আসাদ সিজার প্রমুখ।

বেলা ১টার দিকে মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের মহাজোটের সাবেক দুইবারের সাংসদ জাপা’র (রওশন এরশাদ পন্থী) নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা।

বিকেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টির মো. রাজ্জাক হোসেন ও সরাইল সদরের সৈয়দটুলা গ্রামের মো. ইব্রাহিম। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল।

মনোনয়নপত্র জমার শেষ দিনে পূর্ব থেকেই যেকোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পূর্ব থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সকাল থেকে যদিও মিছিলে মিছিলে কিছুটা সরগরম ছিল উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়ক। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা নিয়েছি। ২জন দলীয়সহ মোট ৫ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের এখান থেকে মনোনয়নপত্র বিক্রয় হয়েছে ৪টি আর জমা পড়েছে ৫টি।

উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইয়া গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।