
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় ১৬ অক্টোবর ২৩ ইং দখলদার ইসরাইলের বিরুদ্ধে আল জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম বরুড়া মাদরাসার উদ্যেগে বরুড়া পৌর সদর বাজারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে বরুড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে প্রতিবাদ সভা করে। মাদরাসার মুহতামেম মাওলানা মোঃ নোমান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নায়েবে মুহতামেম মাওলানা মুফতি সালমান, মাওলানা মুফতি মোঃ ইলিয়াছ আহমদ, মাওলানা আহমদ উল্লাহ প্রমুখ।
কয়েক হাজার মুসলিম জনতা ও শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। ফিলিস্তিন মুসলমানদের পক্ষে সরকারের বক্তব্য থাকায় সরকার প্রধান কে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলী পণ্য বন্ধের উদ্যেগ নিতে হবে, ই পাসপোর্টে পুনরায় ইসরাইল ব্যাতিত শব্দ টি যোগ করতে হবে। সরকার উদ্যেগ নিয়ে পানি ঔষধ খাদ্য সামগ্রী জরুরী ভাবে ফিলিস্তিন পাঠাতে হবে।
প্রয়োজনে আমরা একদিন উপোষ থাকবো। এছাড়া ও তাহাজ্জুদ নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার আহবান জানান।
প্রতিবাদ সভা শেষ মাওলানা মোঃ নোমান মুনাজাতের মাধ্যমে শেষ করে পুনরায় মাদরাসা গিয়ে কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করা হয়। একাধীক কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।