
মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে কটিয়াদীতে মানিক খালি ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদে (১৮/১০/ ২০২৩ অক্টোবর) রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেলের দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা দোয়াও মাহফিল অনুষ্ঠিত হয় ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদে শেখ রাসেলের জন্মদিন পালন করেন চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১১ বছর বয়সেই নিভে যায় শেখ রাসেলের জীবনপ্রদীপ। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যা করা হয়। তখন তিনি ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আকবর মোহাম্মদ সেলিম, মোঃ ওসমান মুজিবুর রহমান, মোঃ উজ্জল। চান্দ্পুর ইউনিয়নের মহিলা মেম্বার মোসাম্মৎ রোমা আক্তার, মোছাম্মৎ চম্পা আক্তার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনসাফ আলী, মোঃ মোবারক হোসেন মোঃ আসাদুল হক বাবুল, চান্দ্পুর ইউনিয়নের সমাজসেবক মোঃ শরীফ মিয়া, মোঃ শাহাবুদ্দিন, গ্রাম পুলিশ মোঃ ফরিদ মোঃ নুরু। সভায় বক্তারা সকলে শেখ রাসেল দিবস পালনের প্রতিপাদ্যে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ সম্পর্কিত এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ও ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গকে নির্মমভাবে হত্যার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।