
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে কিস্তি’র টাকা পরিশোধে ব্যর্থ হয়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক পিকআপ ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে।
২৪ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন সালেপুর দক্ষিণ পাড়া নুরুল আমিনের ছেলে।
খবর পেয়ে ওইদিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে অভিমান করে এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের স্বজনরা জানায়, জসিম উদ্দিন এলাকায় ছোট-বড় বিভিন্ন গাড়ি চালিয়ে পরিবারে খরচ মেটাতেন। স্ত্রী ও তিন মেয়ে এক ছেলের সংসার খরচ চালাতে গিয়ে মানসিক চাঁপে ছিলেন তিনি। গত কয়েক মাস পূর্বে একটি প্রতিষ্ঠান থেকে কিস্তির মাধ্যমে একটি পুরাতন পিকআপ ভ্যান ক্রয় করেন জসিম। কয়েকবার কিস্তির টাকা পরিশোধ করলেও গাড়ির পুরো ঋণ পরিশোধ করতে না পারায় গত কয়েকদিন পূর্বে প্রতিষ্ঠানের লোকজন জসিমের কাছ থেকে গাড়িটি নিয়ে যান। এরপর ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের মধ্যে তর্কবির্তক হয়। জসিম উদ্দিন কয়েকদিন ধরে বেকার অবস্থায় থাকায় পরিবারের সদস্যদের জন্য তিন বেলা খাবার জুটানো তার পক্ষে কষ্টকর হয়ে পড়ে। এ নিয়ে মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের সঙ্গে আবারও ঝগড়া হয়। এতে ওইদিন রাতে রাগে ক্ষোভে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এক ব্যক্তির আত্মহত্যার খবর শুনে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ওসি বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মুক্তির লড়াই ডেস্ক : 
























