নিজস্ব প্রতিবেদকঃ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে যাত্রাবাড়ি থানার গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮। গণধর্ষণ মামলায় গ্রেফতার ব্যক্তির নাম মো. দেলোয়ার মুন্সী (৪৫)। তার পিতার নাম রশিদ মুন্সী। তার গ্রামের বাড়ি জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়।
র্যাব-৮ এর শরীয়তপুর জেলার কোম্পানী কমান্ডার ও সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার মুন্সী কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ওই গণধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
গত ১৬ অক্টোবর ২০২২ সালে যাত্রাবাড়ীর গোবিন্দপুর রূপসী গার্মেন্ট সংলগ্ন ২৬/এ বাড়ীর ৫ তলার সাথী নামে এক নারীর ৫/১ নং ভবনের কক্ষে ৪ জন মিলে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ডেমরার বাঁশেরপুল বার্জার পেইন্ট সংলগ্ন ডেমরা যাত্রাবাড়ী রাস্তার পাশে মেয়েটিকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় আসামীরা। এ ঘটনায় লিজা আক্তার বাদী হয়ে মামলা করেন।