সারাদেশে বিএনপি-জামায়াত এর ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অন্তর্গত সকল ইউনিটের নেতৃবৃন্দ।
রবিবার (২৯ জুন) সকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের নেতৃত্বে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠের পুল এলাকা থেকে ইলিয়টগঞ্জ বাজার এড়িয়া পর্যন্ত ওই মিছিল ও শান্তি সমাবেশ করে তারা।
পরে মিছিলটি মহাসড়কের চান্দিনা-বাগুর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগুর বাস স্টেশনে শান্তি সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার যাদব রায় ।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়সাল বারী মুকুল, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক দরুস সালাম শুভ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক আল খুমিনী, সদস্য- দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ রুবেল, বি,এম জাভেদ, জুলাস উদ্দিন, মেজবাহ উদ্দিন সোহেল, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম সুমন, দেবিদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা সারোয়ার সরকার, রবিউল খান, চান্দিনা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি, ১৫ নং বরকামতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক সুমন কুমার পাল অসীমসহ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ।